Nojoto: Largest Storytelling Platform

মানুষ পৃথিবীতে থাকার যোগ্যতা হারিয়েছে। পৃথিবী আমা

মানুষ পৃথিবীতে থাকার যোগ্যতা হারিয়েছে। পৃথিবী আমাদের সুন্দর আর আবেগপূর্ণ প্রকৃতির অপরূপ সৃষ্টি উপহার দিয়েছে।
কিন্তু আমরা মানুষরা যা ফেরত দিচ্ছি পৃথিবীকে তা কি সত্যি গ্রহণযোগ্য? পশুরা এই পৃথিবীতে ভয়ে বাঁচছে। বাঁচার অধিকার তো কেড়ে নিচ্ছি প্রতিনিয়ত। হাতিটা খাবার খেতে এসেছিলো। খাবার খেতে। তার উপর সে গর্ভবতী। তার সামনে একটা আনারস ছিল। কত সরল একটা গল্প কিন্তু এতো অমানবিক আর দুঃখে ভরা। ভুল করেছে তো হাতিটা কারণ সে মানুষকে বিশ্বাস করেছে। মুখোশধারী মানুষকে। আজ আরেকবার প্রমাণিত মানুষ পশুর চেয়েও হিংস্র।
©️ The Bong Moner Diary #RIPHUMANITY #elephantdiedimkerala#bengaliwriting
মানুষ পৃথিবীতে থাকার যোগ্যতা হারিয়েছে। পৃথিবী আমাদের সুন্দর আর আবেগপূর্ণ প্রকৃতির অপরূপ সৃষ্টি উপহার দিয়েছে।
কিন্তু আমরা মানুষরা যা ফেরত দিচ্ছি পৃথিবীকে তা কি সত্যি গ্রহণযোগ্য? পশুরা এই পৃথিবীতে ভয়ে বাঁচছে। বাঁচার অধিকার তো কেড়ে নিচ্ছি প্রতিনিয়ত। হাতিটা খাবার খেতে এসেছিলো। খাবার খেতে। তার উপর সে গর্ভবতী। তার সামনে একটা আনারস ছিল। কত সরল একটা গল্প কিন্তু এতো অমানবিক আর দুঃখে ভরা। ভুল করেছে তো হাতিটা কারণ সে মানুষকে বিশ্বাস করেছে। মুখোশধারী মানুষকে। আজ আরেকবার প্রমাণিত মানুষ পশুর চেয়েও হিংস্র।
©️ The Bong Moner Diary #RIPHUMANITY #elephantdiedimkerala#bengaliwriting