Nojoto: Largest Storytelling Platform

#জান কবুল ************** আ... হাঁ... যবতক হ্যাঁয়

#জান কবুল
**************
আ... হাঁ... যবতক হ্যাঁয় জাঁ, জানে জহাঁ ম্যায় নাচুঙ্গী...
মুন্নী বেশ কোমর লচকিয়ে নাচটা করছিল। ও দেখছে জোড়া জোড়া চোখের সার্চলাইট ওর বুক থেকে কোমর মাপছে। বেশ গোল হয়ে ঘিরে থাকা ছেলেগুলোর হাতে গ্লাসে ধরা টাকিলা, ছলকে ওঠা নেশায় আরও রঙ জমিয়ে দিচ্ছে মুন্নীর শরীর।

      মুন্নী বারবার দরজার দিকে তাকাচ্ছে। খবরী দাদাদিদিগুলোর তো এসে পড়বার কথা! ও কতক্ষণ এই হায়নাগুলোর কাছ থেকে নিজেকে বাঁচাতে পারবে! সবকটা যেন ভাগাড়ের শকুন! অনেকদিন থেকে এই দলটার পেছনে পড়ে আছে দাদাদিদিরা। কিন্তু হাতেনাতে ওদের ধরতে পারছেনা। পুলিশ সব জানে, লেকিন বড়লোক বাপের বিগড়া হুয়া জঞ্জাল, তাই মুখে কুলুপ চোখে ঠুলি!

      মুন্নীর দিকে এদের নজর ছিল। তাই নিউজ চ্যানেলের ছেলেমেয়েরা ঠিক করে মুন্নীকে টোপ হিসেবে ব্যবহার করবে। হ্যাঁ, মুন্নীর লাইফ রিস্ক আছে কিন্তু মুন্নী নিজেই রাজি হয়ে যায়
শুধু এই **বজ্জাত**গুলোকে জেলের ভাত খাওয়াবে বলে। ও ভালোই নাচে, তাই ঠিক করে একটা ঘরে এদের জড়ো করে নাচ দ্যাখানোর নাম করে মলেস্টেশনের কেসে ফাঁসাবে, দরকার পড়লে আরও দূর যাবে। তাই মুন্নী হট ড্রেস পরে এসেছে। সিসি ক্যামেরা আগে থেকেই ফিট করা আছে।

     মগর কতক্ষণ! নাচ প্রায় শেষ হয়ে এসেছে, এবার শুরু হয়ে গেছে হাত, পা ধরে টানাটানির খেলা! এরমধ্যেই একজন মুন্নীর চোলির ডোরিটা টান মেরে ছিঁড়ে দিয়েছে। ও অনেকটাই প্রায় অনাবৃত, ভেতরে ভেতরে কেঁপে যাচ্ছে। জনাদশেক যদি ওর ওপর সওয়ার হয় তবে! এবার ঘাঘরাটায় হাত পড়তেই মুন্নী কায়দা করে নিজেকে সরিয়ে নেয়। ঠিক তখনই চ্যানেলের লোকজন পুলিশ শুদ্ধ ঢুকে পড়ে।

       সবার কাছে ব্রাউন সুগারের প্যাকেট ছিল প্লাস চরস, গাঁজা পুরো পর্দা ফাঁস! বেশ বড়সড় এ্যান্টিসোশ্যাল ৱ্যাকেট একটা। অনেকদিনের পাপের পরিসমাপ্তি। মুন্নীকে জড়িয়ে ধরে সুলগ্না বলে, হ্যাঁ রে তুই ঠিক আছিস! হ্যাঁ গো দিদি, ওরা আমায় কিচ্ছু করতে পারেনি। মুন্নীর মুখটা বিজয়ীর হাসিতে জ্বলজ্বল করে ওঠে।
***************************************
     #রত্না

©Ratna Das #lalishq
#জানকবুল(অণুগল্প)
#জান কবুল
**************
আ... হাঁ... যবতক হ্যাঁয় জাঁ, জানে জহাঁ ম্যায় নাচুঙ্গী...
মুন্নী বেশ কোমর লচকিয়ে নাচটা করছিল। ও দেখছে জোড়া জোড়া চোখের সার্চলাইট ওর বুক থেকে কোমর মাপছে। বেশ গোল হয়ে ঘিরে থাকা ছেলেগুলোর হাতে গ্লাসে ধরা টাকিলা, ছলকে ওঠা নেশায় আরও রঙ জমিয়ে দিচ্ছে মুন্নীর শরীর।

      মুন্নী বারবার দরজার দিকে তাকাচ্ছে। খবরী দাদাদিদিগুলোর তো এসে পড়বার কথা! ও কতক্ষণ এই হায়নাগুলোর কাছ থেকে নিজেকে বাঁচাতে পারবে! সবকটা যেন ভাগাড়ের শকুন! অনেকদিন থেকে এই দলটার পেছনে পড়ে আছে দাদাদিদিরা। কিন্তু হাতেনাতে ওদের ধরতে পারছেনা। পুলিশ সব জানে, লেকিন বড়লোক বাপের বিগড়া হুয়া জঞ্জাল, তাই মুখে কুলুপ চোখে ঠুলি!

      মুন্নীর দিকে এদের নজর ছিল। তাই নিউজ চ্যানেলের ছেলেমেয়েরা ঠিক করে মুন্নীকে টোপ হিসেবে ব্যবহার করবে। হ্যাঁ, মুন্নীর লাইফ রিস্ক আছে কিন্তু মুন্নী নিজেই রাজি হয়ে যায়
শুধু এই **বজ্জাত**গুলোকে জেলের ভাত খাওয়াবে বলে। ও ভালোই নাচে, তাই ঠিক করে একটা ঘরে এদের জড়ো করে নাচ দ্যাখানোর নাম করে মলেস্টেশনের কেসে ফাঁসাবে, দরকার পড়লে আরও দূর যাবে। তাই মুন্নী হট ড্রেস পরে এসেছে। সিসি ক্যামেরা আগে থেকেই ফিট করা আছে।

     মগর কতক্ষণ! নাচ প্রায় শেষ হয়ে এসেছে, এবার শুরু হয়ে গেছে হাত, পা ধরে টানাটানির খেলা! এরমধ্যেই একজন মুন্নীর চোলির ডোরিটা টান মেরে ছিঁড়ে দিয়েছে। ও অনেকটাই প্রায় অনাবৃত, ভেতরে ভেতরে কেঁপে যাচ্ছে। জনাদশেক যদি ওর ওপর সওয়ার হয় তবে! এবার ঘাঘরাটায় হাত পড়তেই মুন্নী কায়দা করে নিজেকে সরিয়ে নেয়। ঠিক তখনই চ্যানেলের লোকজন পুলিশ শুদ্ধ ঢুকে পড়ে।

       সবার কাছে ব্রাউন সুগারের প্যাকেট ছিল প্লাস চরস, গাঁজা পুরো পর্দা ফাঁস! বেশ বড়সড় এ্যান্টিসোশ্যাল ৱ্যাকেট একটা। অনেকদিনের পাপের পরিসমাপ্তি। মুন্নীকে জড়িয়ে ধরে সুলগ্না বলে, হ্যাঁ রে তুই ঠিক আছিস! হ্যাঁ গো দিদি, ওরা আমায় কিচ্ছু করতে পারেনি। মুন্নীর মুখটা বিজয়ীর হাসিতে জ্বলজ্বল করে ওঠে।
***************************************
     #রত্না

©Ratna Das #lalishq
#জানকবুল(অণুগল্প)
ratnadas4988

Ratna Das

Bronze Star
New Creator
streak icon28