Nojoto: Largest Storytelling Platform

ছাতিম পান্তা ভাতে মিছরির জল ঢেল

        ছাতিম

          পান্তা ভাতে মিছরির জল ঢেলে 
         মহা সুখে ঢেঁকুর তুললেন তিনি 
           নুন লংকা পেঁয়াজে অকাল পড়েছে 
        অনেক কষ্টে সিষ্টে নামছে গলা ভাত 
        তেঁতুল কুড়ানোর সময়ে , ঘুমের চেষ্টা চালায়
           তিনি আসেনি , কাঠ কুড়িয়ে মাংস ছাড়াই কেনো?
        ফেনা ভাতে মাটির গন্ধ ভীষন 
            দাঁতের ফাঁকে কিরবির করে বলি
         ভিখারীর পেতে মাংস দেওয়ার চেষ্টা
             ক্লান্ত কুড়ে ঘরের বন্ধিনী
          সান্তা মাসি বলে গেলো , ঘোমটা টেনে দিয়ে
      এ শরীর বিকিয়ে আর অপেক্ষায় পচা যায়না 
             পঁচিশ টাকার লটারি কেটে পালিয়েছে ,
              তিনি 
                   সেদিন আমার রাত হয়নি , 
                মিশে গেছিলো গোধূলি ঊষা 
            হারির মাংস কুকুর চিবিয়ে সারা করেছে 
              ঘুটে কুরুনির অক্ষত হাড়, ছাতা পড়ার অপেক্ষায় ।। #extralove #yqdada #বাংলা_কবিতা #ভালোবাসারকবিতা #bestbengaliquotes #সাহিত্য #ছোট্ট
        ছাতিম

          পান্তা ভাতে মিছরির জল ঢেলে 
         মহা সুখে ঢেঁকুর তুললেন তিনি 
           নুন লংকা পেঁয়াজে অকাল পড়েছে 
        অনেক কষ্টে সিষ্টে নামছে গলা ভাত 
        তেঁতুল কুড়ানোর সময়ে , ঘুমের চেষ্টা চালায়
           তিনি আসেনি , কাঠ কুড়িয়ে মাংস ছাড়াই কেনো?
        ফেনা ভাতে মাটির গন্ধ ভীষন 
            দাঁতের ফাঁকে কিরবির করে বলি
         ভিখারীর পেতে মাংস দেওয়ার চেষ্টা
             ক্লান্ত কুড়ে ঘরের বন্ধিনী
          সান্তা মাসি বলে গেলো , ঘোমটা টেনে দিয়ে
      এ শরীর বিকিয়ে আর অপেক্ষায় পচা যায়না 
             পঁচিশ টাকার লটারি কেটে পালিয়েছে ,
              তিনি 
                   সেদিন আমার রাত হয়নি , 
                মিশে গেছিলো গোধূলি ঊষা 
            হারির মাংস কুকুর চিবিয়ে সারা করেছে 
              ঘুটে কুরুনির অক্ষত হাড়, ছাতা পড়ার অপেক্ষায় ।। #extralove #yqdada #বাংলা_কবিতা #ভালোবাসারকবিতা #bestbengaliquotes #সাহিত্য #ছোট্ট