Nojoto: Largest Storytelling Platform

দু কান কাটা মানুষ জন বেশ কিছু আছে এ তল্লাটে ; স্

  দু কান কাটা মানুষ জন বেশ কিছু আছে এ তল্লাটে ;
স্বভাব -টভাব একই ভীষণ লজ্জার মাথা খায় ;
বুকফুলিয়ে এর ওর ঝেঁপে দিব্যি লিখে যায়----
কিছু মাল আছে তোষামোদকারী
     দাদা--দিদি--ভাই--বুনু ;;

হমমম.... কানকাটা বেশ হনু |

বেহায়া সব,ন্যাকাপনা লেজ নারে সারমেয়
পিঠে ঝোলায় কবির তকমা, কে করবে হেয়?
বেশ মশগুল শালারা সব বহাল তবিয়তে
মন্তব্যে প্রশংসা কার রে এতো জোটে!
দুকান কাটা বাপের ব্যাটা রঙচং ফুলঝুরি
বেপরোয়া কলার তোলে অনুক্ষণ মারে তুড়ি ;
তুড়ি মেরেই কেল্লাফতে সুন্দরী পাঠিকার মেলা
থোড়াই কেয়ার মিষ্টি হাসি খুব জমবে খেলা ;
কানকাটা তাই বেজায় খুশী অনুরাগী কত ফ্যান,
কে কার কথা কানে তোলে অযথা ঘ্যানঘ্যান ;

আয়রে তোরা দেখে যারে নৃত্য তা ধিন ধিন
সালটে দেব ইধার কা মাল, আহা কী সুন্দর সিন ;
ভালোবাসার ইমোজি আর মধুর মধুর কথা
কবিতায় নয় ঢালবো খানিক দুঃখ বিলাসিতা,,
দারুন...দারুন...দারুন বন্ধু অপূর্ব প্রাণ ছোঁয়া
গর্বে ফাটে বুকের ছাতি বুদ্ধির গোড়ায় ধোঁয়া ;
ভালোই জমে এ তল্লাতে তেল মারা যত বাণী
বিবেক এখন বিতাড়িত, মাথা গোঁজার হয়রানি |




 #দুকান কাটা 
#মাননীয় বন্ধুরা অযথা গায়ে মাখবেন না, আমি কাউকে
উদ্দেশ্য করে এটা লিখিনি,, কাউকে ঠুকতেও লিখিনি...
তবুও যাদের যাদের মনে হবে আমি তাদেরকে উদ্দেশ্য করে লিখেছি,তাঁদের কাছে আমার করজোড়ে আবেদন হ্যাঁ আমি আপনাদের নিয়েই লিখেছি 😊😊😂😂
  দু কান কাটা মানুষ জন বেশ কিছু আছে এ তল্লাটে ;
স্বভাব -টভাব একই ভীষণ লজ্জার মাথা খায় ;
বুকফুলিয়ে এর ওর ঝেঁপে দিব্যি লিখে যায়----
কিছু মাল আছে তোষামোদকারী
     দাদা--দিদি--ভাই--বুনু ;;

হমমম.... কানকাটা বেশ হনু |

বেহায়া সব,ন্যাকাপনা লেজ নারে সারমেয়
পিঠে ঝোলায় কবির তকমা, কে করবে হেয়?
বেশ মশগুল শালারা সব বহাল তবিয়তে
মন্তব্যে প্রশংসা কার রে এতো জোটে!
দুকান কাটা বাপের ব্যাটা রঙচং ফুলঝুরি
বেপরোয়া কলার তোলে অনুক্ষণ মারে তুড়ি ;
তুড়ি মেরেই কেল্লাফতে সুন্দরী পাঠিকার মেলা
থোড়াই কেয়ার মিষ্টি হাসি খুব জমবে খেলা ;
কানকাটা তাই বেজায় খুশী অনুরাগী কত ফ্যান,
কে কার কথা কানে তোলে অযথা ঘ্যানঘ্যান ;

আয়রে তোরা দেখে যারে নৃত্য তা ধিন ধিন
সালটে দেব ইধার কা মাল, আহা কী সুন্দর সিন ;
ভালোবাসার ইমোজি আর মধুর মধুর কথা
কবিতায় নয় ঢালবো খানিক দুঃখ বিলাসিতা,,
দারুন...দারুন...দারুন বন্ধু অপূর্ব প্রাণ ছোঁয়া
গর্বে ফাটে বুকের ছাতি বুদ্ধির গোড়ায় ধোঁয়া ;
ভালোই জমে এ তল্লাতে তেল মারা যত বাণী
বিবেক এখন বিতাড়িত, মাথা গোঁজার হয়রানি |




 #দুকান কাটা 
#মাননীয় বন্ধুরা অযথা গায়ে মাখবেন না, আমি কাউকে
উদ্দেশ্য করে এটা লিখিনি,, কাউকে ঠুকতেও লিখিনি...
তবুও যাদের যাদের মনে হবে আমি তাদেরকে উদ্দেশ্য করে লিখেছি,তাঁদের কাছে আমার করজোড়ে আবেদন হ্যাঁ আমি আপনাদের নিয়েই লিখেছি 😊😊😂😂
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#দুকান কাটা #মাননীয় বন্ধুরা অযথা গায়ে মাখবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে এটা লিখিনি,, কাউকে ঠুকতেও লিখিনি... তবুও যাদের যাদের মনে হবে আমি তাদেরকে উদ্দেশ্য করে লিখেছি,তাঁদের কাছে আমার করজোড়ে আবেদন হ্যাঁ আমি আপনাদের নিয়েই লিখেছি 😊😊😂😂