Nojoto: Largest Storytelling Platform

দিনের পর দিন কেটে যাক, মুঠোফোনে আমাদের কোন কথা না

দিনের পর দিন কেটে যাক,
মুঠোফোনে আমাদের কোন কথা না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

মাসের পর মাস কেটে যাক,
কিংবা বছরের পর বছর
আমাদের কোন চিঠি লেখালেখি না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

সারাক্ষণ তুমি আমি নিয়ে
অদ্ভুত এক প্রেম মাতাল ঘোর
এখনো সবকিছু ছুঁয়ে আছে
ঠিক আগের মতোন
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

গভীর রাত জেগে জেগে
এক পৃথিবীর দুজন দু'প্রান্তে
এখনো সে দুরত্ব নিয়ে
বেঁচে আছি আগের মতো
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

আলসে বিকেলে তোমার স্নান শেষে 
তোমার ভেজা চুলের গন্ধ,
তোমার শুষ্ক দুটি ঠোঁট,
নক্ষত্রের মতো দুটো চোখ।
এখনো তোমার সবকিছু
 আমার শরীর মনে অদ্ভুত শিহরিত করে
ঠিক আগের মতো
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

যদি কখনো এমন হয়!
ভাগ্য রেখাটা দু'জনার মাঝে
দেওয়াল হয়ে দাঁড়ায়!
তবুও আর ভালোবাসি না ভেবে ভুল বুঝো না।

~ লিংকন
দিনের পর দিন কেটে যাক,
মুঠোফোনে আমাদের কোন কথা না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

মাসের পর মাস কেটে যাক,
কিংবা বছরের পর বছর
আমাদের কোন চিঠি লেখালেখি না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

সারাক্ষণ তুমি আমি নিয়ে
অদ্ভুত এক প্রেম মাতাল ঘোর
এখনো সবকিছু ছুঁয়ে আছে
ঠিক আগের মতোন
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

গভীর রাত জেগে জেগে
এক পৃথিবীর দুজন দু'প্রান্তে
এখনো সে দুরত্ব নিয়ে
বেঁচে আছি আগের মতো
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

আলসে বিকেলে তোমার স্নান শেষে 
তোমার ভেজা চুলের গন্ধ,
তোমার শুষ্ক দুটি ঠোঁট,
নক্ষত্রের মতো দুটো চোখ।
এখনো তোমার সবকিছু
 আমার শরীর মনে অদ্ভুত শিহরিত করে
ঠিক আগের মতো
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

যদি কখনো এমন হয়!
ভাগ্য রেখাটা দু'জনার মাঝে
দেওয়াল হয়ে দাঁড়ায়!
তবুও আর ভালোবাসি না ভেবে ভুল বুঝো না।

~ লিংকন
linkon1659341804404

Linkon

New Creator