Nojoto: Largest Storytelling Platform

দাদু ও নাতি দাদু ভাই, দাদু ভাই, চুপটি কেন থাক?

দাদু ও নাতি 

দাদু ভাই, দাদু ভাই, 
চুপটি কেন থাক?
তুলোয় ভরা দামী পুতুল
দু হাতে আগলে ধরো।
হেবলা গেবলা বকার মতো
মনটি কেন হল?
কিশের তরে, কি চিন্তায় -
আঙ্গুল চোষ হেন?
নাইকো কেন মুখে হাসি
ক্ষুধা নেই কেন পেটে? 
অমনিতে এমন সময়
দুধ খেতে বাটি ভর্তি করে।

শুনব না আমি কারো কথা 
হাসব না তুমি দেখে নিও
আমি নাকি এখনো ছোট্ট 
হাঁটতে পারব না-কো.! 
দিদির মতো আমিও পড়ি
অ আ ক খ ডাকতে পারি। 
দিদি গেলে আমি কেনো 
দূগ্গা দেখতে, যেতে পারব না'কো? 

নিশ্চয়ই যাবে আমার সাথে 
আমার কাধে চড়ে - 
এতক্ষণে তো লেগেই পড়তে
দিদির সাথে হুড়ো পাটা মারামারিতে
কেমন, চুলটি ধরো জব্দ করে
দিদি কেবল কান্না করে।
তোমায় নাহি একটুও মারে
কতযে তোমায় ভালবেসে।

দাদু তুমি আমার ঘোড়া হবে
এক লাফে ঘাড়ে উঠব চড়ে, 
টগ বগ টগ বগ ছুটে যাব 
দুগ্গা মা কে দেখতে। 
কি মজা, কি মজাই হবে।। 

আইয়ুব খাঁন

©Aiub Khan #দাদু_ও_নাতি #কবিতা_আবৃত্তি #আইয়ুর_খান 

#HappyDaughtersDay2021
দাদু ও নাতি 

দাদু ভাই, দাদু ভাই, 
চুপটি কেন থাক?
তুলোয় ভরা দামী পুতুল
দু হাতে আগলে ধরো।
হেবলা গেবলা বকার মতো
মনটি কেন হল?
কিশের তরে, কি চিন্তায় -
আঙ্গুল চোষ হেন?
নাইকো কেন মুখে হাসি
ক্ষুধা নেই কেন পেটে? 
অমনিতে এমন সময়
দুধ খেতে বাটি ভর্তি করে।

শুনব না আমি কারো কথা 
হাসব না তুমি দেখে নিও
আমি নাকি এখনো ছোট্ট 
হাঁটতে পারব না-কো.! 
দিদির মতো আমিও পড়ি
অ আ ক খ ডাকতে পারি। 
দিদি গেলে আমি কেনো 
দূগ্গা দেখতে, যেতে পারব না'কো? 

নিশ্চয়ই যাবে আমার সাথে 
আমার কাধে চড়ে - 
এতক্ষণে তো লেগেই পড়তে
দিদির সাথে হুড়ো পাটা মারামারিতে
কেমন, চুলটি ধরো জব্দ করে
দিদি কেবল কান্না করে।
তোমায় নাহি একটুও মারে
কতযে তোমায় ভালবেসে।

দাদু তুমি আমার ঘোড়া হবে
এক লাফে ঘাড়ে উঠব চড়ে, 
টগ বগ টগ বগ ছুটে যাব 
দুগ্গা মা কে দেখতে। 
কি মজা, কি মজাই হবে।। 

আইয়ুব খাঁন

©Aiub Khan #দাদু_ও_নাতি #কবিতা_আবৃত্তি #আইয়ুর_খান 

#HappyDaughtersDay2021
aiubkhan7808

Aiub Khan

Bronze Star
New Creator
streak icon1