স্মৃতিটুকু পড়ে আছে কালের করালগ্ৰাসে, একরাশ সাহস নিয়ে দেখা স্বপ্নেরা নোনা জল হয়ে ঝড়ে; লুকায় গিয়ে চাঁদ কোথায় সে কেবল আকাশ জানে। মনের গহীনে চলে ভালোবাসার ভাঙ্গা-গড়া খেলা, ডুকরে কেঁদে ওঠে মন,একলা পথে চলছি যে একা। ডেকে উঠুক যতই কর্কশ স্বরে কোনো এক রাতজাগা; অন্ধকারকে সাথী করে তবুও আমার একা একা পথচলা। #piccontest39 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest39