Nojoto: Largest Storytelling Platform

নিজেকে খোঁজার স্বপ্ন দেখায় সময়ের সন্ধিক্ষণে, হারি

নিজেকে খোঁজার স্বপ্ন দেখায় সময়ের সন্ধিক্ষণে, হারিয়ে যাই সময়ের অতল গহ্বরে।
জীবনের বাঁকে বাঁকে ফেলে আশা সময়,
জীবনে চলার পথে কিছু মিছে অভিনয়,
জীবনের গড় পড়তায় এঁকেছি সুখ হাসি।
কিছু অসময়ের ভুল,চুপি চুপি পরিতাপ
কিছু শব্দহীন কান্না,জাগ্রত অনুতাপ।
তবু জীবন থাকেনা থেমে, চলে আপন ধারায়,
কিছু হতাশা,কিছু কষ্ট নিতে চায়না বিদায়।
আমি জীবনের রঙে রাঙি, জাগ্রত করি আশা,
জীবনের আহ্বানে দেখি, পেয়েছে কবিতা ভাষা । বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#যেকবিতা
#yqdada #YourQuoteAndMine
#ভাবতীর্থ
Collaborating with YourQuote Dada
নিজেকে খোঁজার স্বপ্ন দেখায় সময়ের সন্ধিক্ষণে, হারিয়ে যাই সময়ের অতল গহ্বরে।
জীবনের বাঁকে বাঁকে ফেলে আশা সময়,
জীবনে চলার পথে কিছু মিছে অভিনয়,
জীবনের গড় পড়তায় এঁকেছি সুখ হাসি।
কিছু অসময়ের ভুল,চুপি চুপি পরিতাপ
কিছু শব্দহীন কান্না,জাগ্রত অনুতাপ।
তবু জীবন থাকেনা থেমে, চলে আপন ধারায়,
কিছু হতাশা,কিছু কষ্ট নিতে চায়না বিদায়।
আমি জীবনের রঙে রাঙি, জাগ্রত করি আশা,
জীবনের আহ্বানে দেখি, পেয়েছে কবিতা ভাষা । বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#যেকবিতা
#yqdada #YourQuoteAndMine
#ভাবতীর্থ
Collaborating with YourQuote Dada