Nojoto: Largest Storytelling Platform

সেই ব্ন্ধু আমার এক বন্ধু আছে, খুব ভালো ছেলে। যার

সেই ব্ন্ধু


আমার এক বন্ধু আছে,
খুব ভালো ছেলে।
যার যেটা দিয়ে দেয়,
যদি সে পেলে।।
নাম তাঁর মোতিবুল,
বহুদুর ঘর।
মিলেমিশে আছে ওরা,
নেই কেহ পর।।
গ্রামের নাম সেনাপুর,
দুই মাইল দুরে।
সেই গ্রামটি নেমে আসে,
জয়পুরের পরে।।
এক বেঞ্চে বসি আমরা,
এক শ্রেণীতে পড়ি।
উওর না পারলে,
নিজের নিজের কান ধরি।।
এক বিদ্যালয়ে পড়ি আমরা,
জামার রঙ সাদা।
সে আমার বড়ো তাই,
তুই আমার দাদা।।
সেই ব্ন্ধু


আমার এক বন্ধু আছে,
খুব ভালো ছেলে।
যার যেটা দিয়ে দেয়,
যদি সে পেলে।।
নাম তাঁর মোতিবুল,
বহুদুর ঘর।
মিলেমিশে আছে ওরা,
নেই কেহ পর।।
গ্রামের নাম সেনাপুর,
দুই মাইল দুরে।
সেই গ্রামটি নেমে আসে,
জয়পুরের পরে।।
এক বেঞ্চে বসি আমরা,
এক শ্রেণীতে পড়ি।
উওর না পারলে,
নিজের নিজের কান ধরি।।
এক বিদ্যালয়ে পড়ি আমরা,
জামার রঙ সাদা।
সে আমার বড়ো তাই,
তুই আমার দাদা।।