Nojoto: Largest Storytelling Platform

কেন যে তুই জেদ করিস,শুনিস না কোন কথা গোটা পাড়া জ


কেন যে তুই জেদ করিস,শুনিস না কোন কথা
গোটা পাড়া জানতে পারে আমার মাথা ব্যাথা।
তুই তো থাকিস ভিজে বেড়াল,রা করিস না কোন
একাই আমি চেঁচিয়ে মরি,সব দোষ আমারি যেনো।
ছুঁচ পড়লেও আওয়াজ শুনি, তুই থাকিস এমন করে
আমার গলার শব্দ শুনে কাক চিল সব পালায় উড়ে।
পাড়ার লোকে দোষারোপ করে, আমিই নাকি বাজে
মায়ের নামে নিন্দা শোনা, ভালো ছেলের কি সাজে?
আমাদের তো এমনই হয়, আবার মিটেও যায় সব
তৃতীয় কেউ এসে গেলেই বাঁধে কলরব।
ছেলের গায়ে হাত দেওয়া নিয়ে কত কথাই না বলে
আধ ঘন্টা পর ছেলেটা সেই বসে আমারি কোলে।
ছেলে ভালো রেজাল্ট করলে, 
আমার নাতি, আমার ভাইপো আরো কত কিছু
মায়ের কথা বলে না কেউ,যেন সবার আমি নীচু।
বেশ করেছি,মেরেছি,মারবো ওকে আবার
ওর ভালো করতে গিয়ে, খারাপ হবো সবার। #মায়ের_ভালবাসা 
#বাংলালেখা #yqdada

কেন যে তুই জেদ করিস,শুনিস না কোন কথা
গোটা পাড়া জানতে পারে আমার মাথা ব্যাথা।
তুই তো থাকিস ভিজে বেড়াল,রা করিস না কোন
একাই আমি চেঁচিয়ে মরি,সব দোষ আমারি যেনো।
ছুঁচ পড়লেও আওয়াজ শুনি, তুই থাকিস এমন করে
আমার গলার শব্দ শুনে কাক চিল সব পালায় উড়ে।
পাড়ার লোকে দোষারোপ করে, আমিই নাকি বাজে
মায়ের নামে নিন্দা শোনা, ভালো ছেলের কি সাজে?
আমাদের তো এমনই হয়, আবার মিটেও যায় সব
তৃতীয় কেউ এসে গেলেই বাঁধে কলরব।
ছেলের গায়ে হাত দেওয়া নিয়ে কত কথাই না বলে
আধ ঘন্টা পর ছেলেটা সেই বসে আমারি কোলে।
ছেলে ভালো রেজাল্ট করলে, 
আমার নাতি, আমার ভাইপো আরো কত কিছু
মায়ের কথা বলে না কেউ,যেন সবার আমি নীচু।
বেশ করেছি,মেরেছি,মারবো ওকে আবার
ওর ভালো করতে গিয়ে, খারাপ হবো সবার। #মায়ের_ভালবাসা 
#বাংলালেখা #yqdada

#মায়ের_ভালবাসা #বাংলালেখা #yqdada