Nojoto: Largest Storytelling Platform

যখন সময় হাঁটতে থাকবে নিজের পথটা ধরে । তখন দেখবে ম

যখন সময় হাঁটতে থাকবে নিজের পথটা ধরে ।
তখন দেখবে মুখ লুকিয়ে তুমি যাচ্ছ সরে ।

যখন মেঘলা চোকের পলক পড়বে হৃদয় পাশে । 
তখন শুনবে প্রেমের গল্পে , মৃত মানুষ হাসে ।

প্রবল বানে , লেখার টানে শব্দ যাচ্ছে ভেসে ।
গল্প বলবো তোমায় আমি আবার কাছে এসে ।

যখন নষ্ট গলি হবে আমার স্বপ্নের শেষ ।
মুখ লুকিয়ে পালিয়ে যাওয়া তুমি নিরুদ্দেশ ।

যখন ছাদে উঠতে গেলে আবার যাবো পরে ।
নিজের ক্ষত মাখব নিজেই , সঙ্গ থাকবে দূরে ।

প্রবল বানে , লেখার টানে শব্দ যাচ্ছে ভেসে ।
গল্প বলবো তোমায় আমি আবার কাছে এসে ।

যখন  রুক্ষ গাছের পাতা পড়বে বৃষ্টি হয়ে ।
চাঁদের নিচে দাড়িয়ে থাকবো আমি নির্ভয়ে ।

ব্যাস্ত শহর কাঁদছে শুধু বৃক্ষ - শীলার তলে ।
ঢেউ এর মাঝে ভাসছি আমি , ডুবছি আষাঢ় জলে ।

প্রবল বানে , লেখার টানে শব্দ যাচ্ছে ভেসে ।
গল্প বলবো তোমায় আমি আবার কাছে এসে ।

©Satanik Sil New Bengali Song
#song
#lyrics
#bengali
#westbengal 
#Nojoto 
#Love 
#Heart
যখন সময় হাঁটতে থাকবে নিজের পথটা ধরে ।
তখন দেখবে মুখ লুকিয়ে তুমি যাচ্ছ সরে ।

যখন মেঘলা চোকের পলক পড়বে হৃদয় পাশে । 
তখন শুনবে প্রেমের গল্পে , মৃত মানুষ হাসে ।

প্রবল বানে , লেখার টানে শব্দ যাচ্ছে ভেসে ।
গল্প বলবো তোমায় আমি আবার কাছে এসে ।

যখন নষ্ট গলি হবে আমার স্বপ্নের শেষ ।
মুখ লুকিয়ে পালিয়ে যাওয়া তুমি নিরুদ্দেশ ।

যখন ছাদে উঠতে গেলে আবার যাবো পরে ।
নিজের ক্ষত মাখব নিজেই , সঙ্গ থাকবে দূরে ।

প্রবল বানে , লেখার টানে শব্দ যাচ্ছে ভেসে ।
গল্প বলবো তোমায় আমি আবার কাছে এসে ।

যখন  রুক্ষ গাছের পাতা পড়বে বৃষ্টি হয়ে ।
চাঁদের নিচে দাড়িয়ে থাকবো আমি নির্ভয়ে ।

ব্যাস্ত শহর কাঁদছে শুধু বৃক্ষ - শীলার তলে ।
ঢেউ এর মাঝে ভাসছি আমি , ডুবছি আষাঢ় জলে ।

প্রবল বানে , লেখার টানে শব্দ যাচ্ছে ভেসে ।
গল্প বলবো তোমায় আমি আবার কাছে এসে ।

©Satanik Sil New Bengali Song
#song
#lyrics
#bengali
#westbengal 
#Nojoto 
#Love 
#Heart
sataniksil2455

Satanik Sil

New Creator