Nojoto: Largest Storytelling Platform

তিন রাস্তার মোড় থেকে ভাজা মাছের গন্ধ নাকে এসে লাগে

তিন রাস্তার মোড় থেকে ভাজা
মাছের গন্ধ নাকে এসে লাগে,
তবে ভয় পাওয়ার কিছু নেই, সেটা নির্দ্বিধায় উল্টে খাওয়া আমি রপ্ত করে নিয়েছি;
তাই আমার আমিত্ব নিয়ে এখন অহংকার প্রচুর--
এযাবৎকাল খানিকটা দার্শনিকের মতই মনে হয় নিজেকে,তবে সত্যি বলতে কি
মনখারাপ কিংবা কান্নার আধুনিক কোনও সংজ্ঞা সময়ের ব্যাকরণে এখনও তৈরী হয় নি,ফলে বৃথা চেষ্টা আর ক্লান্তির যোগফল থেকে
নিজেকে কিছুটা তফাতে রেখে বেশ আরাম করে আপাতত ঈশ্বরের মত আরেকটু জিরিয়ে নেওয়া যাক.... #বিবর্তন#আধুনিক কবিতা#
তিন রাস্তার মোড় থেকে ভাজা
মাছের গন্ধ নাকে এসে লাগে,
তবে ভয় পাওয়ার কিছু নেই, সেটা নির্দ্বিধায় উল্টে খাওয়া আমি রপ্ত করে নিয়েছি;
তাই আমার আমিত্ব নিয়ে এখন অহংকার প্রচুর--
এযাবৎকাল খানিকটা দার্শনিকের মতই মনে হয় নিজেকে,তবে সত্যি বলতে কি
মনখারাপ কিংবা কান্নার আধুনিক কোনও সংজ্ঞা সময়ের ব্যাকরণে এখনও তৈরী হয় নি,ফলে বৃথা চেষ্টা আর ক্লান্তির যোগফল থেকে
নিজেকে কিছুটা তফাতে রেখে বেশ আরাম করে আপাতত ঈশ্বরের মত আরেকটু জিরিয়ে নেওয়া যাক.... #বিবর্তন#আধুনিক কবিতা#
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#বিবর্তন#আধুনিক কবিতা#