Nojoto: Largest Storytelling Platform

খেয়া পার ⚓⚓⚓⚓⚓ ডান পা ফ

       খেয়া পার
      ⚓⚓⚓⚓⚓
             ডান পা ফেলবো মাঝি , তবে 
           যে খেয়া স্রোতে শুধু ভেসে , তাতেই ।
           বার বার নোঙ্গর ফেলে , থামবে না 
           জাড্য বলের ঝটকানি টা , নেশালো 
           নতুন করে অভ্যেস করতে চাইনা । 
         যে খেয়া , পাহাড় গুলোয় ধাক্কা খাবে না - 
          আমি তাতেই যাবো ভেসে , স্বেচ্ছায়
       আমার ভয় তো লাগেই 
           যদি তোমার বৈঠা , আমার কায়দায় 
                 অথৈ জলে তলিয়ে যায় !
         দু হাতের দশটা আঙ্গুল , আকড়ে ধরি
           চোখ বুজেছি , এই যাত্রা 
            মোদের খেয়া , পার করে দাও ..

    — % & রূপক কবিতা।
#বাংলা_কবিতা #ভালোবাসা #yqdada #রূপক_কথা #poems #challenge #valentinesday
       খেয়া পার
      ⚓⚓⚓⚓⚓
             ডান পা ফেলবো মাঝি , তবে 
           যে খেয়া স্রোতে শুধু ভেসে , তাতেই ।
           বার বার নোঙ্গর ফেলে , থামবে না 
           জাড্য বলের ঝটকানি টা , নেশালো 
           নতুন করে অভ্যেস করতে চাইনা । 
         যে খেয়া , পাহাড় গুলোয় ধাক্কা খাবে না - 
          আমি তাতেই যাবো ভেসে , স্বেচ্ছায়
       আমার ভয় তো লাগেই 
           যদি তোমার বৈঠা , আমার কায়দায় 
                 অথৈ জলে তলিয়ে যায় !
         দু হাতের দশটা আঙ্গুল , আকড়ে ধরি
           চোখ বুজেছি , এই যাত্রা 
            মোদের খেয়া , পার করে দাও ..

    — % & রূপক কবিতা।
#বাংলা_কবিতা #ভালোবাসা #yqdada #রূপক_কথা #poems #challenge #valentinesday