Nojoto: Largest Storytelling Platform

প্রতিটি মানুষের জীবনেই মা বাবা নিজের পরিবারের পরে

প্রতিটি মানুষের জীবনেই মা বাবা নিজের পরিবারের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক হয় ,সেটা হল বন্ধুত্বের   ; বিশেষ করে স্কুলের বন্ধুত্বের । আজ এই প্রবীণ বন্ধুত্বের সম্পর্কগুলো যেন ধীরে ধীরে মলিন হবার মুখে এসে পরেছে,  এতে ব্যস্ততা নাকি, নতুনের আর্বিভাব ,নাকি  ইগোর প্রকোপ পড়েছে সেটা বলাটা খুব কঠিন হয়ে ওঠে ।।।
                        

তাই আজ  নোটিফিকেশন দেখে মনে পড়ে  বন্ধুর জন্মদিনের কথা,বন্ধু অসুস্থ হলে "get well soon " বলে নিজের দায়িত্বশীল হবার যাহির করা । " hmm" শব্দটির মাধ্যমে  দূরত্বটাকে বুঝিয়ে দেওয়া ।।।
প্রবীণ বন্ধুত্বগুলো আজ যেন প্রশ্ন  চিন্হের মুখে ?  স্মৃতিগুলি প্রশ্ন করে বলে ......
 সত্যি কী বন্ধু ছিলাম নাকি প্রিয়জনের রূপে প্রয়োজন ছিলাম ?........... 
      #memories 
#স্মৃতি 
#বন্ধুত্ব  sanjukta paul Debika bera paromita das secret কণক চৌধুরী
প্রতিটি মানুষের জীবনেই মা বাবা নিজের পরিবারের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক হয় ,সেটা হল বন্ধুত্বের   ; বিশেষ করে স্কুলের বন্ধুত্বের । আজ এই প্রবীণ বন্ধুত্বের সম্পর্কগুলো যেন ধীরে ধীরে মলিন হবার মুখে এসে পরেছে,  এতে ব্যস্ততা নাকি, নতুনের আর্বিভাব ,নাকি  ইগোর প্রকোপ পড়েছে সেটা বলাটা খুব কঠিন হয়ে ওঠে ।।।
                        

তাই আজ  নোটিফিকেশন দেখে মনে পড়ে  বন্ধুর জন্মদিনের কথা,বন্ধু অসুস্থ হলে "get well soon " বলে নিজের দায়িত্বশীল হবার যাহির করা । " hmm" শব্দটির মাধ্যমে  দূরত্বটাকে বুঝিয়ে দেওয়া ।।।
প্রবীণ বন্ধুত্বগুলো আজ যেন প্রশ্ন  চিন্হের মুখে ?  স্মৃতিগুলি প্রশ্ন করে বলে ......
 সত্যি কী বন্ধু ছিলাম নাকি প্রিয়জনের রূপে প্রয়োজন ছিলাম ?........... 
      #memories 
#স্মৃতি 
#বন্ধুত্ব  sanjukta paul Debika bera paromita das secret কণক চৌধুরী