Nojoto: Largest Storytelling Platform

দুষ্টু মিষ্টি স্বভাব আর পুতুল পুতুল গরণ কল্পলোকে ভ

দুষ্টু মিষ্টি স্বভাব আর পুতুল পুতুল গরণ
কল্পলোকে ভেসে বেড়াস দেখিস দিবা স্বপন।
তোর রঙ তুলিতে রামধনু ধরা দিক এসে
স্বপ্নের রাজ্যে পাড়ি দিস খুশির ভেলায় ভেসে।
ঝর্ণার মতোই চঞ্চল তুই পাহাড়িয়া কন্যে
হারিয়ে গেলে নদী হবো তোকে পাবার জন্যে।
অর্কিড তো পেলাম না এনেছি একমুঠো দোপাটি
সুযোগ যদি থাকতো তবে পায়েস দিতাম একবাটি।
দুর্যোগের কালো মেঘ ঢেকে দেবো আঁচলে
দুষ্টুমি কেউ করে যদি ডাকিস ছোটমা বলে।
সকল আশা পূর্ণ হোক পৌঁছে যা সাফল্যের চূড়ায়
ভগবানের চরণে আমি এই মিনতি জানাই। Dedicating a #testimonial to Debasmita জন্মদিনের অনেক অনেক আদর আর ভালবাসা নিস রে মানু।আর খুব ভালো থাকিস সুস্থ্য থাকিস। ছবিটা তোর দাদা Shubham Nayek এঁকেছে তাই ওটাতেই লিখলাম হাবিজাবি। তোদের ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক এই কামনা করি।আর মাঝে মাঝে এসে ছোটমা বলে ডাক দিয়ে যাস এতেই আমার বুকটা ভরে যায়।আর কি যে বলি তোদের ঐ বস্তাপচা বালুবাসা ওসব আমার আসে না। তোদের কমেন্টগুলা পড়তে খুব ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা নিস আর এতোগুলো হামি দিলাম।




#শুভজন্মদিন 
#তোমায়দিলামআজ 
#হারিয়েগেলেনদীহবো
দুষ্টু মিষ্টি স্বভাব আর পুতুল পুতুল গরণ
কল্পলোকে ভেসে বেড়াস দেখিস দিবা স্বপন।
তোর রঙ তুলিতে রামধনু ধরা দিক এসে
স্বপ্নের রাজ্যে পাড়ি দিস খুশির ভেলায় ভেসে।
ঝর্ণার মতোই চঞ্চল তুই পাহাড়িয়া কন্যে
হারিয়ে গেলে নদী হবো তোকে পাবার জন্যে।
অর্কিড তো পেলাম না এনেছি একমুঠো দোপাটি
সুযোগ যদি থাকতো তবে পায়েস দিতাম একবাটি।
দুর্যোগের কালো মেঘ ঢেকে দেবো আঁচলে
দুষ্টুমি কেউ করে যদি ডাকিস ছোটমা বলে।
সকল আশা পূর্ণ হোক পৌঁছে যা সাফল্যের চূড়ায়
ভগবানের চরণে আমি এই মিনতি জানাই। Dedicating a #testimonial to Debasmita জন্মদিনের অনেক অনেক আদর আর ভালবাসা নিস রে মানু।আর খুব ভালো থাকিস সুস্থ্য থাকিস। ছবিটা তোর দাদা Shubham Nayek এঁকেছে তাই ওটাতেই লিখলাম হাবিজাবি। তোদের ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক এই কামনা করি।আর মাঝে মাঝে এসে ছোটমা বলে ডাক দিয়ে যাস এতেই আমার বুকটা ভরে যায়।আর কি যে বলি তোদের ঐ বস্তাপচা বালুবাসা ওসব আমার আসে না। তোদের কমেন্টগুলা পড়তে খুব ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা নিস আর এতোগুলো হামি দিলাম।




#শুভজন্মদিন 
#তোমায়দিলামআজ 
#হারিয়েগেলেনদীহবো