Nojoto: Largest Storytelling Platform

গত শীতের কিছু বিষন্নতা, কিছু বাসি শীতলতা রক্তে বে

গত শীতের 
কিছু বিষন্নতা, কিছু বাসি শীতলতা
রক্তে বেঁচে থাকা অজানা ভাইরাস;
এ শীতেও বেঁচে তারা-
সেই একই বিছানায়!

রোদ্দুর ফিকে হয়ে এলে,
স্মৃতির পঙ্গপাল
ফের শোক দেওয়ার লালসায়,
মগজকে কুঁড়ে কুঁড়ে খায়-
সেই একই বিছানায়!

বিগত হ‌‌ওয়া-
কত ইচ্ছা, চাদরের লেগে থাকা
ভালোবাসার উষ্ণ নিঃশ্বাস,
আঁটোসাটো হয়ে লুকিয়ে বাঁচে দ্বীর্ঘশ্বাসে;
সেই একই বিছানায়!

মৃত্যু, উপেক্ষা করে ফেলে যায় যে শরীর-
সব মিললেও তার, ভীষন শূন্য চারিদিক। #রোদ্দুরফিকেহয়েআসে 
#yqdada 
#yqbaba 
#শীত 
#বাংলা 
#bestyqbengaliquotes 
#পারমিতা_দে
গত শীতের 
কিছু বিষন্নতা, কিছু বাসি শীতলতা
রক্তে বেঁচে থাকা অজানা ভাইরাস;
এ শীতেও বেঁচে তারা-
সেই একই বিছানায়!

রোদ্দুর ফিকে হয়ে এলে,
স্মৃতির পঙ্গপাল
ফের শোক দেওয়ার লালসায়,
মগজকে কুঁড়ে কুঁড়ে খায়-
সেই একই বিছানায়!

বিগত হ‌‌ওয়া-
কত ইচ্ছা, চাদরের লেগে থাকা
ভালোবাসার উষ্ণ নিঃশ্বাস,
আঁটোসাটো হয়ে লুকিয়ে বাঁচে দ্বীর্ঘশ্বাসে;
সেই একই বিছানায়!

মৃত্যু, উপেক্ষা করে ফেলে যায় যে শরীর-
সব মিললেও তার, ভীষন শূন্য চারিদিক। #রোদ্দুরফিকেহয়েআসে 
#yqdada 
#yqbaba 
#শীত 
#বাংলা 
#bestyqbengaliquotes 
#পারমিতা_দে

#রোদ্দুরফিকেহয়েআসে #yqdada #yqbaba #শীত #বাংলা #bestyqbengaliquotes #পারমিতা_দে