Nojoto: Largest Storytelling Platform

Fall in love ফেসবুকেই তাকে প্রথম দেখি। প্রোফাইল

Fall in love  

ফেসবুকেই তাকে প্রথম দেখি। প্রোফাইল পিক দেখে এতটাই মোহিত হয়েছিলাম যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে দেরি করি নি। এমন কি ইনবক্সেও হানা দিলাম। প্রথমে পাত্তা দেয় নি। আমিও ছাড়ার পাত্র নয়। লাগাতর মেসেজ করেছি। ঝাড়া আটষট্টি ঘন্টা ঝুলিয়ে রেখে শেষে রিকোয়েস্ট এক্সেপ্টটেড...💘

কিছুদিন পর শুরু হলো হোয়াটস্যাপে ছবি পাঠানো। এখন আমরা ফোনেই কথা বলি। যদিও আমি বেশি কথা বলতে পারি না। সে কিন্তু একটানা কথা বলেই যায়। সকাল, দুপুর, সন্ধ্যে এমন কি মাঝরাত অবধি কথা চলে আমাদের...💕

ঠিক হলো সামনাসামনি দেখা করে মনের কথা জানাবো। সেই মতো ডেট আর টাইমও ফিক্স হয়ে গেল। আজ মহাষষ্ঠীর দিন সন্ধেয় দেখা হবে মাডক্স স্কোয়ারে...
🌷💖🌷💝🌷💖🌷
এই পর্যন্ত পড়ে আপনার যদি মনে হয় সব সত্যি, তাহলে বলবো আপনি একজন খুব ভালো মনের মানুষ। আপনি এইরকমই ভালো থাকুন সবসময়। শুভেচ্ছা রইল...💐 # ভালোবাসা
Fall in love  

ফেসবুকেই তাকে প্রথম দেখি। প্রোফাইল পিক দেখে এতটাই মোহিত হয়েছিলাম যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে দেরি করি নি। এমন কি ইনবক্সেও হানা দিলাম। প্রথমে পাত্তা দেয় নি। আমিও ছাড়ার পাত্র নয়। লাগাতর মেসেজ করেছি। ঝাড়া আটষট্টি ঘন্টা ঝুলিয়ে রেখে শেষে রিকোয়েস্ট এক্সেপ্টটেড...💘

কিছুদিন পর শুরু হলো হোয়াটস্যাপে ছবি পাঠানো। এখন আমরা ফোনেই কথা বলি। যদিও আমি বেশি কথা বলতে পারি না। সে কিন্তু একটানা কথা বলেই যায়। সকাল, দুপুর, সন্ধ্যে এমন কি মাঝরাত অবধি কথা চলে আমাদের...💕

ঠিক হলো সামনাসামনি দেখা করে মনের কথা জানাবো। সেই মতো ডেট আর টাইমও ফিক্স হয়ে গেল। আজ মহাষষ্ঠীর দিন সন্ধেয় দেখা হবে মাডক্স স্কোয়ারে...
🌷💖🌷💝🌷💖🌷
এই পর্যন্ত পড়ে আপনার যদি মনে হয় সব সত্যি, তাহলে বলবো আপনি একজন খুব ভালো মনের মানুষ। আপনি এইরকমই ভালো থাকুন সবসময়। শুভেচ্ছা রইল...💐 # ভালোবাসা

# ভালোবাসা #Comedy