প্রিয় নয়নতারা, সূর্য ঢেকেছে মেঘের কোলে চাঁদ জেগেছে নিদ্ মহলে , পূর্ণিমার আলোক রূপালী রাতে চিন্তা আমার মিলছে তোমাতে , তুমি থাকলে সামনে হই খুশি দূর গেলে হয় দুঃখ রাশি , কেমন অবান্তর ভাবে ভড় এ আবার কেমন জালায় জ্বর , সবেকিছুতে যেন তুমি সামিল তোমাতেই আমার ছন্দ মিল-গরমিল ॥ আমার প্রথম প্রেমপত্র #YQdada #priyo #chithi