Nojoto: Largest Storytelling Platform

আত্মপরিচয় আমি ছন্নছাড়া,আমি বাঁধনহারা আমি বন্হিশ

আত্মপরিচয় 

আমি ছন্নছাড়া,আমি বাঁধনহারা 
আমি বন্হিশিখা,আমি কলুষহরা।
আমি ইচ্ছানদী,আমি তপ্ত লাভা,
আমি লাল বনফুল,সারা বনের শোভা।
আমি পাখিদের ডাক,আমি প্রজাপতি পাখা,
আমি মরুভূমি বুক চিরে সলিলের দেখা।
আমি পাহাড়ের চূড়া,আমি গভীর সাগর,
আমি সকালের রোদ,আমি চাঁদের আদর।
আমি উত্তাল ঝড়,আমি শীতল পবন,
আমি রূঢ় বাস্তব,আমি সাজানো স্বপন ।
আমি সীমানাকে মুছে ফেলি অসীমের টানে,
আমি আশার গল্প বলি সময়ের কানে।
আমি প্রকৃতির রূপ,আমি জীবন প্রসবা,
আমি প্রেমের আধার আমি সংহার সম্ভবা।
আমায় সমাজ দ্রৌপদী ভাবে,গৃহে গান্ধারী,
যুগে যুগে নানা রূপে আমিই সেই নারী । #Fire #Quotes #life #nojoto #nojotobangla #Feminism
আত্মপরিচয় 

আমি ছন্নছাড়া,আমি বাঁধনহারা 
আমি বন্হিশিখা,আমি কলুষহরা।
আমি ইচ্ছানদী,আমি তপ্ত লাভা,
আমি লাল বনফুল,সারা বনের শোভা।
আমি পাখিদের ডাক,আমি প্রজাপতি পাখা,
আমি মরুভূমি বুক চিরে সলিলের দেখা।
আমি পাহাড়ের চূড়া,আমি গভীর সাগর,
আমি সকালের রোদ,আমি চাঁদের আদর।
আমি উত্তাল ঝড়,আমি শীতল পবন,
আমি রূঢ় বাস্তব,আমি সাজানো স্বপন ।
আমি সীমানাকে মুছে ফেলি অসীমের টানে,
আমি আশার গল্প বলি সময়ের কানে।
আমি প্রকৃতির রূপ,আমি জীবন প্রসবা,
আমি প্রেমের আধার আমি সংহার সম্ভবা।
আমায় সমাজ দ্রৌপদী ভাবে,গৃহে গান্ধারী,
যুগে যুগে নানা রূপে আমিই সেই নারী । #Fire #Quotes #life #nojoto #nojotobangla #Feminism