Nojoto: Largest Storytelling Platform

মায়ের মন মায়ের মন সারাদিন বাড়িতে বসে অ

মায়ের মন          মায়ের মন
সারাদিন বাড়িতে বসে অনেক পড়াশুনা করেছে ছেলেটা। বিকেলের দিকে মার কাছে বায়না ধরল, বন্ধুদের সাথে একটু বাইরে যাবে। মায়ের মনে একটু মায়া হল, সর্বক্ষণ বই মুখে বসে থাকে,যাক তবে, একটুখানি ঘুরে আসুক বাইরে থেকে।তাতে যদি ওর মনটা ভালো হয়।যদি বাইরের হাওয়া লেগে একটু খিদে বাড়ে।ছেলেটার মুখে রুচি নেই মোটে। এই নিরিখ চিরিক খাওয়ার জন্য শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে দিনকে দিন ‌।আর ছেলে যদি না খায়, কোন্ মায়ের ভালো লাগে ভালো মন্দ মুখে তুলতে? কিন্তু এতোটা সময় পেরিয়ে গেল ছেলেটা এখনো ঘরে এলোনা? মায়ের দুঃচিন্তা হতে লাগলো। কোন বদ সঙ্গে পড়লো নাতো? রাস্তার কোন পচা জিনিস খাচ্ছে নাতো কিনে?ছেলে সাঁতারে ওস্তাদ একেবারে।তাও বলা যায় না, এই অন্ধকারে নদীর পাড়ে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে ঠেলাঠেলিতে কোন বিপদ ঘটলো কিনা! এখনকার সব ছেলেপুলে, সবারই তো আর সমান সহবৎ নেই।উঠতি বয়সী মেয়েদের দেখে টোন টিটকারী কাটে অনেকেই।কি জানি! আমার ভালো ছেলের গায়ে সে দোষ এসে চাপলো কিনা? রাস্তা ঘাটে চোখে পড়ে, ছোট ছোট সব ছেলে যাদের গলা টিপলে দুধ বেরোয়,তারাও নাক লজ্জার মাথা খেয়ে ধূমপান করছে।কি বিশ্বাস আছে, তাছাড়া ভালো ছেলের খারাপ হতে কতটুকু বা সময় লাগে? নাহ্ আর কিচ্ছু ভাবতে পারছেনা মা।যন্ত্রনায় মাথা খসে পড়ছে যেন। রাস্তায় মোটরসাইকেল গুলো হু হু করে ছোটে।আর ঐ হাই রোডে তো অ্যাকসিডেণ্ট লেগেই আছে।ছি ছি মা হয়ে এসব অকথা কুকথা ভাবতে আছে নাকি? কিন্তু ছেলেটা এখনো ফিরছেনা কেন? এদিকে তাড়াহুড়োর মাথায় মোবাইলটাও বাড়িতে ফেলে গেছে। বন্ধুদের ফোন নাম্বারও জানা নেই। এদিকে ছেলের বাবা হাই প্রেসারের রোগী। ওনাকেও কিচ্ছুটি বলা যাবেনা। এখন মা যে কি করে!
         শ্রীমতী টুম্পা নায়েক


#মায়ের_ভালবাসা 
#yqdada
মায়ের মন          মায়ের মন
সারাদিন বাড়িতে বসে অনেক পড়াশুনা করেছে ছেলেটা। বিকেলের দিকে মার কাছে বায়না ধরল, বন্ধুদের সাথে একটু বাইরে যাবে। মায়ের মনে একটু মায়া হল, সর্বক্ষণ বই মুখে বসে থাকে,যাক তবে, একটুখানি ঘুরে আসুক বাইরে থেকে।তাতে যদি ওর মনটা ভালো হয়।যদি বাইরের হাওয়া লেগে একটু খিদে বাড়ে।ছেলেটার মুখে রুচি নেই মোটে। এই নিরিখ চিরিক খাওয়ার জন্য শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে দিনকে দিন ‌।আর ছেলে যদি না খায়, কোন্ মায়ের ভালো লাগে ভালো মন্দ মুখে তুলতে? কিন্তু এতোটা সময় পেরিয়ে গেল ছেলেটা এখনো ঘরে এলোনা? মায়ের দুঃচিন্তা হতে লাগলো। কোন বদ সঙ্গে পড়লো নাতো? রাস্তার কোন পচা জিনিস খাচ্ছে নাতো কিনে?ছেলে সাঁতারে ওস্তাদ একেবারে।তাও বলা যায় না, এই অন্ধকারে নদীর পাড়ে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে ঠেলাঠেলিতে কোন বিপদ ঘটলো কিনা! এখনকার সব ছেলেপুলে, সবারই তো আর সমান সহবৎ নেই।উঠতি বয়সী মেয়েদের দেখে টোন টিটকারী কাটে অনেকেই।কি জানি! আমার ভালো ছেলের গায়ে সে দোষ এসে চাপলো কিনা? রাস্তা ঘাটে চোখে পড়ে, ছোট ছোট সব ছেলে যাদের গলা টিপলে দুধ বেরোয়,তারাও নাক লজ্জার মাথা খেয়ে ধূমপান করছে।কি বিশ্বাস আছে, তাছাড়া ভালো ছেলের খারাপ হতে কতটুকু বা সময় লাগে? নাহ্ আর কিচ্ছু ভাবতে পারছেনা মা।যন্ত্রনায় মাথা খসে পড়ছে যেন। রাস্তায় মোটরসাইকেল গুলো হু হু করে ছোটে।আর ঐ হাই রোডে তো অ্যাকসিডেণ্ট লেগেই আছে।ছি ছি মা হয়ে এসব অকথা কুকথা ভাবতে আছে নাকি? কিন্তু ছেলেটা এখনো ফিরছেনা কেন? এদিকে তাড়াহুড়োর মাথায় মোবাইলটাও বাড়িতে ফেলে গেছে। বন্ধুদের ফোন নাম্বারও জানা নেই। এদিকে ছেলের বাবা হাই প্রেসারের রোগী। ওনাকেও কিচ্ছুটি বলা যাবেনা। এখন মা যে কি করে!
         শ্রীমতী টুম্পা নায়েক


#মায়ের_ভালবাসা 
#yqdada

মায়ের মন সারাদিন বাড়িতে বসে অনেক পড়াশুনা করেছে ছেলেটা। বিকেলের দিকে মার কাছে বায়না ধরল, বন্ধুদের সাথে একটু বাইরে যাবে। মায়ের মনে একটু মায়া হল, সর্বক্ষণ বই মুখে বসে থাকে,যাক তবে, একটুখানি ঘুরে আসুক বাইরে থেকে।তাতে যদি ওর মনটা ভালো হয়।যদি বাইরের হাওয়া লেগে একটু খিদে বাড়ে।ছেলেটার মুখে রুচি নেই মোটে। এই নিরিখ চিরিক খাওয়ার জন্য শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে দিনকে দিন ‌।আর ছেলে যদি না খায়, কোন্ মায়ের ভালো লাগে ভালো মন্দ মুখে তুলতে? কিন্তু এতোটা সময় পেরিয়ে গেল ছেলেটা এখনো ঘরে এলোনা? মায়ের দুঃচিন্তা হতে লাগলো। কোন বদ সঙ্গে পড়লো নাতো? রাস্তার কোন পচা জিনিস খাচ্ছে নাতো কিনে?ছেলে সাঁতারে ওস্তাদ একেবারে।তাও বলা যায় না, এই অন্ধকারে নদীর পাড়ে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে ঠেলাঠেলিতে কোন বিপদ ঘটলো কিনা! এখনকার সব ছেলেপুলে, সবারই তো আর সমান সহবৎ নেই।উঠতি বয়সী মেয়েদের দেখে টোন টিটকারী কাটে অনেকেই।কি জানি! আমার ভালো ছেলের গায়ে সে দোষ এসে চাপলো কিনা? রাস্তা ঘাটে চোখে পড়ে, ছোট ছোট সব ছেলে যাদের গলা টিপলে দুধ বেরোয়,তারাও নাক লজ্জার মাথা খেয়ে ধূমপান করছে।কি বিশ্বাস আছে, তাছাড়া ভালো ছেলের খারাপ হতে কতটুকু বা সময় লাগে? নাহ্ আর কিচ্ছু ভাবতে পারছেনা মা।যন্ত্রনায় মাথা খসে পড়ছে যেন। রাস্তায় মোটরসাইকেল গুলো হু হু করে ছোটে।আর ঐ হাই রোডে তো অ্যাকসিডেণ্ট লেগেই আছে।ছি ছি মা হয়ে এসব অকথা কুকথা ভাবতে আছে নাকি? কিন্তু ছেলেটা এখনো ফিরছেনা কেন? এদিকে তাড়াহুড়োর মাথায় মোবাইলটাও বাড়িতে ফেলে গেছে। বন্ধুদের ফোন নাম্বারও জানা নেই। এদিকে ছেলের বাবা হাই প্রেসারের রোগী। ওনাকেও কিচ্ছুটি বলা যাবেনা। এখন মা যে কি করে! শ্রীমতী টুম্পা নায়েক #মায়ের_ভালবাসা #yqdada