Unsplash কুয়াশা মাখা ঋতুর জন্য কুয়াশায় ঢেকেছে শরীর, মন বুঝি ঢাকা যায় ? খামখেয়ালি আলোয় তোমায় দেখি, কী ভীষণ নিরুপায় ! উষ্ণ করতলে স্নেহ বিছিয়েছি , ঠোঁট ছুঁয়ে হাসি জয়নগরের মোয়ার দিব্যি,আলোকিত রাত ভালোবাসি । ©Arunava Chakraborty #lovelife