Nojoto: Largest Storytelling Platform

বাঙালির মকর সংক্রান্তি নিয়ে আসে অনেক খুশি ।। মনে

বাঙালির মকর সংক্রান্তি নিয়ে আসে অনেক খুশি ।।
মনে আনে অনেক সুখ, যখন তুলি মাঠের ধান।
রকমারি পিঠেপুলি রান্নায় বাড়ায় মনের মিল।।
জীবন ভরে খুশির টানে ,সংক্রান্তির আগমনে।
মহাপ্রভুর আশীর্বাদে রথযাত্রা উৎযাপনে
করি সবাই আনন্দ উল্লাস ।
মনে রেখে এই আশা হিন্দু বাঙালি হয়ে আবার আসা।।
।।শুভঃ মকর সংক্রান্তি।।

©Payal Das
  #HappyMakarSankranti #HappyPongol #HappyLohri #alwaysstayconnectedwithyourroots#andenjoy