Nojoto: Largest Storytelling Platform

পাখি তুমি, এ আকাশ তোমার, আজ আপন মনে করছ এপার ওপার।

পাখি তুমি, এ আকাশ তোমার,
আজ আপন মনে করছ এপার ওপার।
ভেবোনা কখনো মানুষের কাছে আসার,
নইলে করবে বন্দি, পাবেনা পথ ফেরার।
উপর থেকে যতই সুন্দর হোক না এ ভূমি,
তুমি থাক সেখানেই, যেখানে আজ আছো তুমি।
বৃষ্টির জলে মিটবে তোমার তেষ্টা,
কোরনা কখনো পুকুরের পারে আসার চেষ্টা,
পৃথিবী আজ বদলে গেছে
বদলে গেছে সমাজের মানুষটা,
আর আমরা আজ দাঁড়িয়ে দেখছি,
পুরনো সেই পৃথিবীর বাকি থাকা শেষটা।
 #yqdada #yqbaba #bangla #prithibi #pakhi #yqdidi #yqquotes #yqbengali
পাখি তুমি, এ আকাশ তোমার,
আজ আপন মনে করছ এপার ওপার।
ভেবোনা কখনো মানুষের কাছে আসার,
নইলে করবে বন্দি, পাবেনা পথ ফেরার।
উপর থেকে যতই সুন্দর হোক না এ ভূমি,
তুমি থাক সেখানেই, যেখানে আজ আছো তুমি।
বৃষ্টির জলে মিটবে তোমার তেষ্টা,
কোরনা কখনো পুকুরের পারে আসার চেষ্টা,
পৃথিবী আজ বদলে গেছে
বদলে গেছে সমাজের মানুষটা,
আর আমরা আজ দাঁড়িয়ে দেখছি,
পুরনো সেই পৃথিবীর বাকি থাকা শেষটা।
 #yqdada #yqbaba #bangla #prithibi #pakhi #yqdidi #yqquotes #yqbengali
amirsohel1894

Amir Sohel

New Creator