Nojoto: Largest Storytelling Platform

চলে যায়; চলে যায় শোকে এক এক করে আসেন

চলে যায়; চলে যায় শোকে    এক      এক       করে
আসেনা কিছু
ভিতরের কলসি জানে জল তুলতে তুলতে
একটা পুকুর কি প্রচন্ড নিঃস্ব 
শুধু আওয়াজ ওঠে বিপুল
তোমার জানার মতো কিছু
গ্রামকে গ্রাম লোক
দাওয়াত পেয়ে আসে।

ভিতর জানে, জলে আঁকা একটা জীবন
আওয়াজ সইতে সইতে
একা; কি ভীষণ একা... .

#শোকেই
#piu_sangita 
#কৃষিতা
চলে যায়; চলে যায় শোকে    এক      এক       করে
আসেনা কিছু
ভিতরের কলসি জানে জল তুলতে তুলতে
একটা পুকুর কি প্রচন্ড নিঃস্ব 
শুধু আওয়াজ ওঠে বিপুল
তোমার জানার মতো কিছু
গ্রামকে গ্রাম লোক
দাওয়াত পেয়ে আসে।

ভিতর জানে, জলে আঁকা একটা জীবন
আওয়াজ সইতে সইতে
একা; কি ভীষণ একা... .

#শোকেই
#piu_sangita 
#কৃষিতা
anonentity3110

A Non Entity

New Creator

. #শোকেই #piu_sangita #কৃষিতা