প্রেম নাকি বন্ধুত্ব! প্রেম তো সকলেই করে, আমরা না হয় বন্ধুত্বেই থাকি। প্রেমিক তো সকলে হতে পারে, সঠিক বন্ধু হতে পারেই বা ক-জন? মনের মাঝে এক আকাশ স্বপ্ন নিয়ে, দুঃখ ভুলে বন্ধুকে আঁকড়ে ধরি। প্রেমিক হলে শরীরের চাহিদাই বরাদ্দ পেত দিনের সর্বক্ষণে। না আমরা ঠিক প্রেম করিনা; "ভালো বন্ধু" তাও হয় তো না। আমরা কেবল একটা নামহীন সম্পর্কের জালে আবদ্ধ প্রায়... মন খারাপের শুধু একটা ভরসার মানুষের কাঁধ চাই... চোখের জলটা মাটিতে না পড়তেই, বুকে আঁকড়ে ধরুক এমনটাই যেন পাই। হাজার ভুল করলেও... প্রেমিক শুধু শাসন করে। বন্ধু হলে ভুলটা না হয় আমরা একই সঙ্গে করবো দু-জন মিলে। #piccontest55 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest55