Nojoto: Largest Storytelling Platform

ঐ নীল আকাশে যেমন সূর্যের কিরণ পাহাড় হতে ঝরনা ঝাঁপি

ঐ নীল আকাশে যেমন সূর্যের কিরণ
পাহাড় হতে ঝরনা ঝাঁপিয়ে নেয় তার মরণ,
সেই মরণ থেকেই সৃষ্টি নদীর উত্তরণ
আর এই লেখনীর জন্যই, কলম তোমারে শরণ।

তুমি বয়ে চলো নদীর মত,সৃষ্টি কর যত সভ‍্যতার
শিক্ষ‍্যা দীক্ষ‍্যা আবিষ্কার সাথে যত প্রেম ভালোবাসার,
গানে গল্পে বিঞ্জান সাহিত্যিকের লেখনীর শক্তি যোগায়
ওগো কলম,তোমারই হৃদয়ের অনুপ্রেরণায়।

তুমি আকারে ক্ষুদ্র, ব‍্যাপকতায় বিশাল
তোমার ক্ষুদ্র ঝরনায় সৃষ্টির তাল,
সভ‍্যতার পর সভ‍্যতার অসীম সাগরে
ওগো কলম,যুগেযুগে তোমার প্রেম ঝরে সবাকারে। কলম।
ঐ নীল আকাশে যেমন সূর্যের কিরণ
পাহাড় হতে ঝরনা ঝাঁপিয়ে নেয় তার মরণ,
সেই মরণ থেকেই সৃষ্টি নদীর উত্তরণ
আর এই লেখনীর জন্যই, কলম তোমারে শরণ।

তুমি বয়ে চলো নদীর মত,সৃষ্টি কর যত সভ‍্যতার
শিক্ষ‍্যা দীক্ষ‍্যা আবিষ্কার সাথে যত প্রেম ভালোবাসার,
গানে গল্পে বিঞ্জান সাহিত্যিকের লেখনীর শক্তি যোগায়
ওগো কলম,তোমারই হৃদয়ের অনুপ্রেরণায়।

তুমি আকারে ক্ষুদ্র, ব‍্যাপকতায় বিশাল
তোমার ক্ষুদ্র ঝরনায় সৃষ্টির তাল,
সভ‍্যতার পর সভ‍্যতার অসীম সাগরে
ওগো কলম,যুগেযুগে তোমার প্রেম ঝরে সবাকারে। কলম।

কলম।