#internationalwomensday2021 ❤️ যেদিন আর কন্যা ভ্রূণ হত্যা হবে না, সেদিন হবে সঠিক নারী দিবস । যেদিন সবথেকে কালো মেয়েটাকে কৃষ্ণকলি বলা হবে, আর বিয়ের সম্বন্ধ ভাঙবে না ..সেদিন হবে সঠিক নারী দিবস পালন। যেদিন আর গৃহবধূ হত্যা হবে না, সেদিন হবে সঠিক নারী দিবস। যেদিন আর খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ হবে না, সেদিন হবে সঠিক নারী দিবস। যেদিন নারীর ইচ্ছেগুলোর গলা টিপে মৃত্যু হবে না, সেদিন হবে সঠিক নারী দিবস। যেদিন নারীর হ্যাঁ , না - গুলো সমান গুরুত্ব পাবে সেদিন হবে সঠিক নারী দিবস। ©SUPROTIM DEY #nojotowomensday #international_womens_day #nojotowomenempowerment #womenempowerment #respect_women #justiceforwomens #womensday2021