(A challenge by Ushnish) এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি ছবি দেওয়া আছে। যে কোন একটি দিকে তুমি চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য দিকে কবিতা লেখার জন্য। একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না। অবশ্যই হ্যাশট্যাগে রেখো : #upic12 #উষ্ণীষ #ushnish তোমাদের লেখার মধ্যে থেকে শ্রেষ্ঠ লেখাগুলি রোজই feature করা হচ্ছে Best of Ushnish-এর YQ Page, Facebook এবং Instagram- এ।