Nojoto: Largest Storytelling Platform

অনেকটা দূরত্ব তোর আমার, তাই আজ বসে-বসে তোর চিন্তায়

অনেকটা দূরত্ব তোর আমার,
তাই আজ বসে-বসে তোর চিন্তায় মগ্ন থাকি।

তোকে অনেক দূরে সরিয়ে দিলেও,
তোকে সদা আমার হৃদয় রাখি।

সারাদিন আমি তোর ছবি আঁখি,
মনের সাদা কাগজে।

তোর নামটা আমার সকল প্রিয়!
ভুলতে পারবো না আমি সহজে।

হাঁসিটা খুব মিষ্টি লাগে,
তোর কোমল ঠোটের ছোয়ায়।

যখন তোর কথা মনে পরে!
তখন কেঁদে উঠি মায়ায়।

তোকে আমি খুব ভালোবাসি,
এই ভাবেই তোকে ভালোবাসবো।

হাজার ঝড়-ঝাপটা আসলেও!
আমি তোকে এই ভাবেই হৃদয় আকড়ে বাঁচব।

 শুধু তোমারই জন্য❤️
#love #bangla #banglaquote #bengaliquote
অনেকটা দূরত্ব তোর আমার,
তাই আজ বসে-বসে তোর চিন্তায় মগ্ন থাকি।

তোকে অনেক দূরে সরিয়ে দিলেও,
তোকে সদা আমার হৃদয় রাখি।

সারাদিন আমি তোর ছবি আঁখি,
মনের সাদা কাগজে।

তোর নামটা আমার সকল প্রিয়!
ভুলতে পারবো না আমি সহজে।

হাঁসিটা খুব মিষ্টি লাগে,
তোর কোমল ঠোটের ছোয়ায়।

যখন তোর কথা মনে পরে!
তখন কেঁদে উঠি মায়ায়।

তোকে আমি খুব ভালোবাসি,
এই ভাবেই তোকে ভালোবাসবো।

হাজার ঝড়-ঝাপটা আসলেও!
আমি তোকে এই ভাবেই হৃদয় আকড়ে বাঁচব।

 শুধু তোমারই জন্য❤️
#love #bangla #banglaquote #bengaliquote
subhrodalal3676

Subhro Dalal

New Creator