Nojoto: Largest Storytelling Platform

কোনো ব্যক্তিবিশেষকে অনুসরণ করা যথার্থ। কিন্তু, সেই

কোনো ব্যক্তিবিশেষকে অনুসরণ করা যথার্থ। কিন্তু, সেই অনুসরণ যখন মাত্রাতিরিক্ত অনুকরণে পরিবর্তিত হয়, তখন মানুষমাত্রের সহজাত মৌলিক গুণাবলী ধূলিসাৎ হয় এবং এই অনুকরণের পথে ধাবিত হয়ে যে ফলটির প্রাপ্তি ঘটে সেটা কিঞ্চিত তৃপ্তির স্বাদটুকুই এনে দেয়;দীর্ঘমেয়াদী উন্নতি কখনো অনুকরণে প্রাপ্তি হয়না,সেটার জন্য কঠোর তপস্যার প্রয়োজন ও মানসিক -আত্মিক বিচারবুদ্ধির প্রয়োজন। তাই অনুকরণের বশবর্তী না হয়ে নিজের ব্যক্তিস্বত্তাকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলা প্রয়োজন, তাতে সমৃদ্ধি ও উন্নতি অবশ্যই একদিন তোমার সিদ্ধহস্ত হতে বাধ্য। 

বৈশাখী ----- my quote 3
কোনো ব্যক্তিবিশেষকে অনুসরণ করা যথার্থ। কিন্তু, সেই অনুসরণ যখন মাত্রাতিরিক্ত অনুকরণে পরিবর্তিত হয়, তখন মানুষমাত্রের সহজাত মৌলিক গুণাবলী ধূলিসাৎ হয় এবং এই অনুকরণের পথে ধাবিত হয়ে যে ফলটির প্রাপ্তি ঘটে সেটা কিঞ্চিত তৃপ্তির স্বাদটুকুই এনে দেয়;দীর্ঘমেয়াদী উন্নতি কখনো অনুকরণে প্রাপ্তি হয়না,সেটার জন্য কঠোর তপস্যার প্রয়োজন ও মানসিক -আত্মিক বিচারবুদ্ধির প্রয়োজন। তাই অনুকরণের বশবর্তী না হয়ে নিজের ব্যক্তিস্বত্তাকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলা প্রয়োজন, তাতে সমৃদ্ধি ও উন্নতি অবশ্যই একদিন তোমার সিদ্ধহস্ত হতে বাধ্য। 

বৈশাখী ----- my quote 3