Nojoto: Largest Storytelling Platform

"কাউকে নিজের ভেবে যতটুকু আলোতে হাসি তাকে হারিয়ে তত

"কাউকে নিজের ভেবে যতটুকু আলোতে হাসি
তাকে হারিয়ে ততটুকুই কেঁদে কালোতে আমরা ভাসি
আসলে নিজের বলতে কিছু নেই 
আমরা যে নিজের নিজের করি 
কালের নিয়মে সব ঘটে যায় 
ভাঙার জন্যই হয়তো গড়ি।। "

@Kotha_O_Kobitai_Bipul

©Bipul Biswas
  #banglapoetrylines