Nojoto: Largest Storytelling Platform

আত্মসন্মানী ~~~~~~ চলতি পথে দেখি, অগনিত ভির ৷ মানু

আত্মসন্মানী
~~~~~~
চলতি পথে দেখি,
অগনিত ভির ৷
মানুষ কি ঠিক জানিনা,
সদা চঞ্চল ওরা অস্থির  ৷
এরই মাঝে স্থির এক জীব ,
ঠিক পথের ধারে বসে ৷
পরনে শতছিদ্র বস্ত্র,
শীর্ণ ,জীর্ণ দেহ ৷
আঁখি গেছে অস্তচলে,
 ফিরে তাকাচ্ছে না কেহ ৷
যদিও ভিখারির দশা ,
তার চেয়ে ঢের ভাল ৷
ভিক্ষা সে করবেনা,
গর্ভ করেই জানাল ৷

(তাইতো)

  দূরে রেখে ভিক্ষা বৃত্তি,
হাঁকছে বসে ধুপকাঠি,চাই ধুপকাঠি ৷

~~~~~~~~~~~~~~~
✒কলমে -সুজন
১৪ আগষ্ট ১০১৮
#লাল পাহাড়ি #quote
আত্মসন্মানী
~~~~~~
চলতি পথে দেখি,
অগনিত ভির ৷
মানুষ কি ঠিক জানিনা,
সদা চঞ্চল ওরা অস্থির  ৷
এরই মাঝে স্থির এক জীব ,
ঠিক পথের ধারে বসে ৷
পরনে শতছিদ্র বস্ত্র,
শীর্ণ ,জীর্ণ দেহ ৷
আঁখি গেছে অস্তচলে,
 ফিরে তাকাচ্ছে না কেহ ৷
যদিও ভিখারির দশা ,
তার চেয়ে ঢের ভাল ৷
ভিক্ষা সে করবেনা,
গর্ভ করেই জানাল ৷

(তাইতো)

  দূরে রেখে ভিক্ষা বৃত্তি,
হাঁকছে বসে ধুপকাঠি,চাই ধুপকাঠি ৷

~~~~~~~~~~~~~~~
✒কলমে -সুজন
১৪ আগষ্ট ১০১৮
#লাল পাহাড়ি #quote