Nojoto: Largest Storytelling Platform

~সেফ হাউস~ সাধারণ, খেটে খাওয়া মানুষ একটু ভীতু হয়ই;

~সেফ হাউস~
সাধারণ, খেটে খাওয়া মানুষ একটু ভীতু হয়ই; যাকে বলে 'আম আদমি'। কিন্তু সেলিব্রিটিদের ভয় এর দুগুণ মশাই। আর্টের দোহাই দিয়ে নিজের লাভ বহির্ভূত কিচ্ছু করেন না তাঁরা করবেনই বা কেন? তাদের বাড়ির জলের লাইন বা ইলেকট্রিকের লাইন তো আর কাটা যায়নি। তারা 'সেফ হাউস'এ আছেন। তাই কি? আদেও তা নয় কিন্তু, এই সেফ হাউস বলে কিছু নেই। এটা নেহাতই মেটাফোর.....
#কৃষ্ণেন্দুবাচ #safe
~সেফ হাউস~
সাধারণ, খেটে খাওয়া মানুষ একটু ভীতু হয়ই; যাকে বলে 'আম আদমি'। কিন্তু সেলিব্রিটিদের ভয় এর দুগুণ মশাই। আর্টের দোহাই দিয়ে নিজের লাভ বহির্ভূত কিচ্ছু করেন না তাঁরা করবেনই বা কেন? তাদের বাড়ির জলের লাইন বা ইলেকট্রিকের লাইন তো আর কাটা যায়নি। তারা 'সেফ হাউস'এ আছেন। তাই কি? আদেও তা নয় কিন্তু, এই সেফ হাউস বলে কিছু নেই। এটা নেহাতই মেটাফোর.....
#কৃষ্ণেন্দুবাচ #safe