Nojoto: Largest Storytelling Platform

কালবৈশাখী ঝড় মনের অরণ্যে,ক্ষনিকের সাক্ষাৎ প্রেম মু

কালবৈশাখী ঝড় মনের অরণ্যে,ক্ষনিকের সাক্ষাৎ প্রেম মুখ ফেরায়,
তবু আমার অক্লান্ত হাতছানি নিরাকার,শুধু তোমায় পাবার জন্যে।
জীবন তো নিয়মমাফিক পাহাড় ধসে আসে,চাপা পড়ে তোমার স্মৃতি,
মৃত্যুসম সমুদ্র সমাধি বাঁধে যখন,অপেক্ষায় শেষ ছেঁড়া গোলাপ বৃতি।। আমার রাত কথা বলে🍁❤️
যদিও এখন রাত হয়নি,কিন্তু এই কালবৈশাখীতে রাতের আবেশ নিয়েই লিখলাম ,মনে যা এলো☺️
যারা poke করে মনে রেখেছো,তাদের আমার গভীর ভালোবাসা রইলো....
📷ছবি "লিখন" নামক appটি থেকে সংগ্রহীত❤️
#চারলাইনেপ্রেম #অপেক্ষা
#তুমিএলেনা #বিরহ #বাংলা #yqdada #রূপক_কথা #yqbestbengaliquotes
কালবৈশাখী ঝড় মনের অরণ্যে,ক্ষনিকের সাক্ষাৎ প্রেম মুখ ফেরায়,
তবু আমার অক্লান্ত হাতছানি নিরাকার,শুধু তোমায় পাবার জন্যে।
জীবন তো নিয়মমাফিক পাহাড় ধসে আসে,চাপা পড়ে তোমার স্মৃতি,
মৃত্যুসম সমুদ্র সমাধি বাঁধে যখন,অপেক্ষায় শেষ ছেঁড়া গোলাপ বৃতি।। আমার রাত কথা বলে🍁❤️
যদিও এখন রাত হয়নি,কিন্তু এই কালবৈশাখীতে রাতের আবেশ নিয়েই লিখলাম ,মনে যা এলো☺️
যারা poke করে মনে রেখেছো,তাদের আমার গভীর ভালোবাসা রইলো....
📷ছবি "লিখন" নামক appটি থেকে সংগ্রহীত❤️
#চারলাইনেপ্রেম #অপেক্ষা
#তুমিএলেনা #বিরহ #বাংলা #yqdada #রূপক_কথা #yqbestbengaliquotes