Nojoto: Largest Storytelling Platform

বিষাদে তার জগৎ চেনে , রাতের আকাশ তারা আলোর খোঁজ রা

বিষাদে তার জগৎ চেনে , রাতের আকাশ তারা
আলোর খোঁজ রাখিস না মন , কালোয় ভুবন ভরা
রাগ থেকে দেয় জন্ম যেথা , অনুরাগের হাতেখড়ি
প্রেমের ডোরে বাঁধবে কে রে , কে সেই দুঃসাহসিক ঘুড়ি ??

অভিমানের নেই যে সময় , উড়ো মেঘে ভাসে
কখন কারে ভেজায় সে যে , বিষন্নতার গ্রাসে
মন রে তবে ভাঙ্গিস কেনো , নরম ভালোবেসে
কাঁটায় তুমি ক্লান্ত হলে , গোলাপ তুমি কিসে ??

মায়ার প্রদীপ জ্বেলে তুমি , কার দহনে সাজো
সাজিয়ে তোমার ব্যাথার ডালা , বিষকে ভালোবাসো
ওরে ও তুই অবুঝ হৃদয় , বলতে যাস না কারে
কে বা জানে তার ছলনা , অন্তহীনের পারে ??

বেদনাতে সুরের খোঁজে , নিভিয়েছিস বাতি
সাঁতরে যা তুই এক লহমায় , শুন্যতার এই রাতি
আলোর হিসাব করিস না মন , কালোর মুখ পানে
সুখের সোহাগ ছেড়ে রে তুই , সাজ না দুখের টানে ।।

- সায়ন

©Sayantan Roy #Sroterprotikule
বিষাদে তার জগৎ চেনে , রাতের আকাশ তারা
আলোর খোঁজ রাখিস না মন , কালোয় ভুবন ভরা
রাগ থেকে দেয় জন্ম যেথা , অনুরাগের হাতেখড়ি
প্রেমের ডোরে বাঁধবে কে রে , কে সেই দুঃসাহসিক ঘুড়ি ??

অভিমানের নেই যে সময় , উড়ো মেঘে ভাসে
কখন কারে ভেজায় সে যে , বিষন্নতার গ্রাসে
মন রে তবে ভাঙ্গিস কেনো , নরম ভালোবেসে
কাঁটায় তুমি ক্লান্ত হলে , গোলাপ তুমি কিসে ??

মায়ার প্রদীপ জ্বেলে তুমি , কার দহনে সাজো
সাজিয়ে তোমার ব্যাথার ডালা , বিষকে ভালোবাসো
ওরে ও তুই অবুঝ হৃদয় , বলতে যাস না কারে
কে বা জানে তার ছলনা , অন্তহীনের পারে ??

বেদনাতে সুরের খোঁজে , নিভিয়েছিস বাতি
সাঁতরে যা তুই এক লহমায় , শুন্যতার এই রাতি
আলোর হিসাব করিস না মন , কালোর মুখ পানে
সুখের সোহাগ ছেড়ে রে তুই , সাজ না দুখের টানে ।।

- সায়ন

©Sayantan Roy #Sroterprotikule