শান্ত মেঘলা আবরণের আস্তানায় বসে থাকি... একটা একান্তই নিজের মানুষের অপেক্ষায়। যাকে আলিঙ্গন করে, সন্ধে যাবে পার হয়ে। হাতের উপর হাত কাঁধে তার মাথা... শান্তির ঘুম ঘুমাবো দুজনে, ওই মেঘলা আকাশের নিচে। এই মেঘলা ঘরে একলা ... এই গানের লাইনের সাথে মিল রেখে লিখে ফেল তোমার একটি লেখা। ব্যবহার কর , #zindegiofficial লেখা দেওয়ার শেষ সময় আগামীকাল সকাল ১০ টা