Nojoto: Largest Storytelling Platform

গ্রামগঞ্জ আর মফস্বলের যত আছে যুবক লেখাপড়া শিখে তা

গ্রামগঞ্জ আর মফস্বলের যত আছে যুবক
লেখাপড়া শিখে তাদের শহরে যাবার ঝোঁক।
সবাই ভাবে করবে চাকরি শহরের হাওয়া লাগিয়ে গায়
ওরা ভাবে পড়াশোনা শিখে কি চাষের কাজ করা যায়?
বাপ ঠাকুরদা চাষাভুষো খেতে খেটে নাজেহাল
আমি এখন ডিগ্রী পেয়েছি ধরবো কেন জমিতে হাল?
ওসব করবে অশিক্ষিতরা,কাদামাটি ঘাম প্যাচ প্যাচ 
পাখার নিচে আরামে থেকে গাটা কেমন করে ম্যাচ ম্যাচ।
শিক্ষিত যুবক যাচ্ছে বিদেশে জন্মভূমি পরিত্যক্ত
পরিকল্পনার অভাবে চাষের জমি হচ্ছে অশ্রুসিক্ত।
ধন্য আমার দেশের মাটি জন্মেছেন যুবক শ্রেষ্ঠ
কৃষিকাজ সবার সেরা বলে গেছেন তিনি স্পষ্ট।
আমেরিকা প্রভৃতি দেশের তিনি দিয়েছেন উদাহরণ
এদের থেকে আমরা যেন করি শিক্ষা গ্রহণ।
নতুন নতুন প্রযুক্তি আর নব মাত্রায় উদ্ভাবনা
এগ্রিকালচারেই  লুক্কায়িত প্রভূত সম্ভাবনা।
কোন কাজই ছোট নয় যদি থাকে সততা আর শ্রম
প্রমাণ করে দাও, কারুর চেয়ে তুমিও নও কম। Dedicating a #testimonial to নীলাম্বরীচাঁদ 
এই নে নীলা তোর ভাইয়ের আর একটা রূপ দেখে নে। আমরা তো একটা পরিবার হয়ে গেছি। তাই আয় একসাথে প্রার্থনা করি সবাই যেন কর্মের মধ্যে ডুবে থাকতে পারে। মুছে যাক যত গ্লানি একাকিত্ব আর ডিপ্রেশন।




Rahul Starrs
#তোমায়দিলামআজ
গ্রামগঞ্জ আর মফস্বলের যত আছে যুবক
লেখাপড়া শিখে তাদের শহরে যাবার ঝোঁক।
সবাই ভাবে করবে চাকরি শহরের হাওয়া লাগিয়ে গায়
ওরা ভাবে পড়াশোনা শিখে কি চাষের কাজ করা যায়?
বাপ ঠাকুরদা চাষাভুষো খেতে খেটে নাজেহাল
আমি এখন ডিগ্রী পেয়েছি ধরবো কেন জমিতে হাল?
ওসব করবে অশিক্ষিতরা,কাদামাটি ঘাম প্যাচ প্যাচ 
পাখার নিচে আরামে থেকে গাটা কেমন করে ম্যাচ ম্যাচ।
শিক্ষিত যুবক যাচ্ছে বিদেশে জন্মভূমি পরিত্যক্ত
পরিকল্পনার অভাবে চাষের জমি হচ্ছে অশ্রুসিক্ত।
ধন্য আমার দেশের মাটি জন্মেছেন যুবক শ্রেষ্ঠ
কৃষিকাজ সবার সেরা বলে গেছেন তিনি স্পষ্ট।
আমেরিকা প্রভৃতি দেশের তিনি দিয়েছেন উদাহরণ
এদের থেকে আমরা যেন করি শিক্ষা গ্রহণ।
নতুন নতুন প্রযুক্তি আর নব মাত্রায় উদ্ভাবনা
এগ্রিকালচারেই  লুক্কায়িত প্রভূত সম্ভাবনা।
কোন কাজই ছোট নয় যদি থাকে সততা আর শ্রম
প্রমাণ করে দাও, কারুর চেয়ে তুমিও নও কম। Dedicating a #testimonial to নীলাম্বরীচাঁদ 
এই নে নীলা তোর ভাইয়ের আর একটা রূপ দেখে নে। আমরা তো একটা পরিবার হয়ে গেছি। তাই আয় একসাথে প্রার্থনা করি সবাই যেন কর্মের মধ্যে ডুবে থাকতে পারে। মুছে যাক যত গ্লানি একাকিত্ব আর ডিপ্রেশন।




Rahul Starrs
#তোমায়দিলামআজ