Nojoto: Largest Storytelling Platform

#FourLinePoetry শ্রাবণের রূপ ভেঙ্গে মোর চুপ উঠিয়াছ

#FourLinePoetry শ্রাবণের রূপ
ভেঙ্গে মোর চুপ
উঠিয়াছে ঝড়
বিষণ্ণ বিভোর
দূর হতে চায়
আঁখি খোঁজে তায়
আকাশেরও ধারা
নামে বাঁধ হারা
কালো হয়ে আসে
জমাটে নিশ্বাসে
কে ডেকে যায়
দেখিতে না পায়
মিলায়ে বাতাসে
বৃথা আশ্বাসে
ধরিতে না পারি
বুঝি হল দেরি
আবেগের ফেরি
পারাপারে হায়
মোহতরী বায়
সুর ভেসে আসে
চেনা অভিলাষে
চমকি সে ওঠে
আঁধিঝড় হতে
ডুব দিয়ে যায়
খেয়ালী কে গায়
দেখিনু জাগিয়া
অনন্তে মাতিয়া
কাল বয়ে যায়
নদীর স্রোতের প্রায়
আমি পড়ি ফাঁকি
শুধু তারে ডাকি
হাসি চলে যায়
উড়োমেঘে ধায় ।।

- সায়ন

©Penname Sayan #sroterprotikule
#FourLinePoetry শ্রাবণের রূপ
ভেঙ্গে মোর চুপ
উঠিয়াছে ঝড়
বিষণ্ণ বিভোর
দূর হতে চায়
আঁখি খোঁজে তায়
আকাশেরও ধারা
নামে বাঁধ হারা
কালো হয়ে আসে
জমাটে নিশ্বাসে
কে ডেকে যায়
দেখিতে না পায়
মিলায়ে বাতাসে
বৃথা আশ্বাসে
ধরিতে না পারি
বুঝি হল দেরি
আবেগের ফেরি
পারাপারে হায়
মোহতরী বায়
সুর ভেসে আসে
চেনা অভিলাষে
চমকি সে ওঠে
আঁধিঝড় হতে
ডুব দিয়ে যায়
খেয়ালী কে গায়
দেখিনু জাগিয়া
অনন্তে মাতিয়া
কাল বয়ে যায়
নদীর স্রোতের প্রায়
আমি পড়ি ফাঁকি
শুধু তারে ডাকি
হাসি চলে যায়
উড়োমেঘে ধায় ।।

- সায়ন

©Penname Sayan #sroterprotikule