Nojoto: Largest Storytelling Platform

আমার ঠিক যখন ভাঙে ঘুমটা, প্রথম আলোয় ভেজা আমার রুমট

আমার ঠিক যখন ভাঙে ঘুমটা,
প্রথম আলোয় ভেজা আমার রুমটা,
আজানে মেশে প্রভাতি-প্রার্থনা,
জাগে জগৎ, জাগে চেতনা

©Udayan Dutta (শ্রীসূক্ত উদয়ন)
  #prayer #Ajan #morningprayers