Nojoto: Largest Storytelling Platform

ভিখারী পথের এক ভিখারী দেখতে পায় না , কালাে কুৎ

ভিখারী 

পথের এক ভিখারী দেখতে পায় না , 
কালাে কুৎসিত দেখিতে , 
শুনিতেও পায় না। 
মানবের স্বপ্ন তাহার জীবনে নাই , 
পথে দেখে ঘৃণা করে, কত লােক গেল সরে।
উপহাস করে , পায়েও ঠেলে ।
তুচ্ছ ভাবিয়া দূরে সরিয়ে, 
কেহ চাহি, তাহার নিকটে আসিতে ?
পথে পড়িয়া অসহায় কাঁদিছে ক্ষুধায়.! 
কেবা দেবে তাহাকে খাবার.? 
প্রস্তুত নিজে করে হােটেলের ডাস্টবিনে, 
তাও ফের কুকুর লড়াই করিয়া ।
কুকুরের চিৎকার, বিলাসীদের বিভ্রাট.! 
বজ্রকণ্ঠে ভিখারী করিতেছে ধিক্কার.! 
ধর , ধর , ধর , হ্যাট , হ্যাট , রে রে ... 
বিলাসে মত্ত হয়ে ভুলে গেছে, এরা সর্বহারা কে ? 
ক্ষুধার্ত ভিখারী কুড়ায়ে অন্য , 
কুকুড়ের কামড়ে দৌড় দিল অন্যত্র।। 
নির্বিচারী বিলাসী ছুড়িল পাটকেল, 
ভিখারী ছুড়িয়া অন্য পড়িল ভূতল ।

আঘাতের রক্ত, আর্তনাদে ব্যস্ত... 
বাঁচাবে কোনজন আপনি কি তার দোস্ত ? 
অস্ত্র বাগাইয়া বিলাসী আসিয়া, মনের সাধ মিটাইয়া... 
বজ্রাঘাত করিয়া, গেল চলে পায়ে মাড়াইয়া ।
পথ মাঝে ভিখারী ঘাতের জ্বালাহীন
ক্ষুধার্ত দুহাত ছুড়ে, চিৎকার করে বলে— 
আমি “ টকা ধরিনি ' 
আজ তিনদিন কিছু খাইনি।। 

হঠাৎ আর এক ভিখারী এসে, 
স্বজনকে তোলে আঁখি জল মুছে বলে-
ওরে মাের সজন ভায়া , 
আমরা পৃথিবীর ভিখারী যারা
মানুষের কাছে হয়েছি বনের তারা…! 
ওরে ও মানুষ ভায়া, সেকালে আমরাও করেছি,
এমন ভিখারীরে তাড়া। 
তারই সাজায় আজ আমরা দিশেহারা। 
তােমরা ভিখারীরে এমন করছ যারা, 
সুধরে নাও জীবন তারা ।।

©Aiub Khan #ভিখারী #কবিতা_আবৃত্তি #আইয়ুর_খান #কবিতা 

#mukhota  pratyush pratap singh fojii sudesh tomar Rakesh 45 Rohit Sharma दिनेश पाटिल पाटिल
ভিখারী 

পথের এক ভিখারী দেখতে পায় না , 
কালাে কুৎসিত দেখিতে , 
শুনিতেও পায় না। 
মানবের স্বপ্ন তাহার জীবনে নাই , 
পথে দেখে ঘৃণা করে, কত লােক গেল সরে।
উপহাস করে , পায়েও ঠেলে ।
তুচ্ছ ভাবিয়া দূরে সরিয়ে, 
কেহ চাহি, তাহার নিকটে আসিতে ?
পথে পড়িয়া অসহায় কাঁদিছে ক্ষুধায়.! 
কেবা দেবে তাহাকে খাবার.? 
প্রস্তুত নিজে করে হােটেলের ডাস্টবিনে, 
তাও ফের কুকুর লড়াই করিয়া ।
কুকুরের চিৎকার, বিলাসীদের বিভ্রাট.! 
বজ্রকণ্ঠে ভিখারী করিতেছে ধিক্কার.! 
ধর , ধর , ধর , হ্যাট , হ্যাট , রে রে ... 
বিলাসে মত্ত হয়ে ভুলে গেছে, এরা সর্বহারা কে ? 
ক্ষুধার্ত ভিখারী কুড়ায়ে অন্য , 
কুকুড়ের কামড়ে দৌড় দিল অন্যত্র।। 
নির্বিচারী বিলাসী ছুড়িল পাটকেল, 
ভিখারী ছুড়িয়া অন্য পড়িল ভূতল ।

আঘাতের রক্ত, আর্তনাদে ব্যস্ত... 
বাঁচাবে কোনজন আপনি কি তার দোস্ত ? 
অস্ত্র বাগাইয়া বিলাসী আসিয়া, মনের সাধ মিটাইয়া... 
বজ্রাঘাত করিয়া, গেল চলে পায়ে মাড়াইয়া ।
পথ মাঝে ভিখারী ঘাতের জ্বালাহীন
ক্ষুধার্ত দুহাত ছুড়ে, চিৎকার করে বলে— 
আমি “ টকা ধরিনি ' 
আজ তিনদিন কিছু খাইনি।। 

হঠাৎ আর এক ভিখারী এসে, 
স্বজনকে তোলে আঁখি জল মুছে বলে-
ওরে মাের সজন ভায়া , 
আমরা পৃথিবীর ভিখারী যারা
মানুষের কাছে হয়েছি বনের তারা…! 
ওরে ও মানুষ ভায়া, সেকালে আমরাও করেছি,
এমন ভিখারীরে তাড়া। 
তারই সাজায় আজ আমরা দিশেহারা। 
তােমরা ভিখারীরে এমন করছ যারা, 
সুধরে নাও জীবন তারা ।।

©Aiub Khan #ভিখারী #কবিতা_আবৃত্তি #আইয়ুর_খান #কবিতা 

#mukhota  pratyush pratap singh fojii sudesh tomar Rakesh 45 Rohit Sharma दिनेश पाटिल पाटिल
aiubkhan7808

Aiub Khan

Bronze Star
New Creator
streak icon1