Nojoto: Largest Storytelling Platform

জীবনের রহস‍্যে নীরব ওষ্ঠাধর, নিঃস্তদ্ধতায় হাতছানি

জীবনের রহস‍্যে নীরব ওষ্ঠাধর,
নিঃস্তদ্ধতায় হাতছানি দেয় হৃদয়ে জমানো কত শব্দ;
যা না বলে বোঝাতে পারেনি তাকে,
প্রকাশ করলেও সে কথা রহস্য হয়েই রবে।

 #piccontest37

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest37
জীবনের রহস‍্যে নীরব ওষ্ঠাধর,
নিঃস্তদ্ধতায় হাতছানি দেয় হৃদয়ে জমানো কত শব্দ;
যা না বলে বোঝাতে পারেনি তাকে,
প্রকাশ করলেও সে কথা রহস্য হয়েই রবে।

 #piccontest37

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest37