#বিভোর# ভালোবেসে বিভোর হয়ে, মনে মনে যায় যে মরে, ও প্রিয়তমা, তোমায় ছাড়া, আমার নয়ন মেলে না যে। পোড়ে মন, পুড়ে যায় দেহ, তোমার জন্যে, ভালোবাসা কি, বোঝানো যায় না মুখে, ভাবে অনুভবে, রেখেছি আমি ধরে। বেলা শেষ হয়ে যায় বুঝি, তোমাকে না দেখে, শেষ বেলার, শেষ সময়, তোমার নামে, জ্বপি মালা আমি মনে মনে। শেষের শেষ চিহ্ন টুকু দেখে যেও তুমি, আমার নিঃস্বাস এখনো বাতাসে বহে। নিঃশ্বাসের সাথে যদি হয় মিলন খেলা, ধন্য আমার তবে এই তো চলে যাওয়া। কেঁদো না কেউ এই চলার পথে, ভালোবেসে বিদায় কজন আর নিতে পারে! যদি সে হয় গো সুখি, আমার জন্যে, তবে আমার এজীবন সার্থক হলো ভবে। স্মৃতি টুকু রইলো আজ তোমার মনের মাঝে, যদি পারো রেখো দিও চিরকাল, মনে ভেবো ভালোবাসার হয় না শেষ। স্মৃতির জীবন্ত প্রান, মনেতে বাঁচে, এই আশা নিয়ে, আমি যায় যে চলে। ভালোবেসে বিভোর হয়ে, মনে মনে যায় যে মরে, ও প্রিয়তমা, তোমায় ছাড়া, আমার নয়ন মেলে না যে। #বাপি সরকার# #meltingdown