Nojoto: Largest Storytelling Platform

মিষ্টির মজা মিষ্টি! আহা, আহা, আহা, কী মজা, রসগোল্

মিষ্টির মজা

মিষ্টি! আহা, আহা, আহা, কী মজা,
রসগোল্লা, সন্দেশ, চমচম! বাহ বাহ, 
রসে ভরা রসগোল্লা, দুধের স্বাদে মাখা,
খেয়ে খেয়ে মনের আনন্দে হাসতে থাকা।

সন্দেশের নরম নরম পরশ,
মনে হয় যেন স্বর্গের এ হাওয়ার।
চমচমের মিষ্টি মিষ্টি আভা,
মনে লেগে থাকে সারা দিন কি খেলাম! 

লাড্ডুটা গোল গোল, মজা তো খাসা,
মুখে দিলেই লেগে যায় মিষ্টির নেশা।
গুজিয়া, প্যারা, জর্দা সবারই আছে কদর,
মিষ্টির রাজ্যের সবাই আমার প্রিয়।

খাওয়ার শেষে কুলফি, ফালুদা,
তৃপ্তির শেষ নেই, মিষ্টির স্বাদে আছে যা।
মিষ্টি খাওয়ার আনন্দে, সব ব্যথা ভুলে যাই,
মিষ্টির স্বাদে জীবনকে রাঙিয়ে তুলি তাই।

মিষ্টির রাজ্যে যে যায়, 
সুখের সাগরে ডুবে যায়।
মিষ্টি খাওয়া, আহা কী মজা,
মিষ্টি মুখে সব কষ্ট ভুলে থাকা।

©Aiub Khan
  #chains #মিথ্যা #মিষ্টি #মিষ্টিমুহূৰ্ত
aiubkhan7808

Aiub Khan

Bronze Star
New Creator

#chains #মিথ্যা #মিষ্টি #মিষ্টিমুহূৰ্ত #উদ্ধৃতি

180 Views