Nojoto: Largest Storytelling Platform

White তোমার চোখে চোখ রাখলে বুকের ভেতরে উড়ে আসে ঝড়ো

White তোমার চোখে চোখ রাখলে
বুকের ভেতরে উড়ে আসে ঝড়োমেঘ। 
তোমাকে ছুঁয়ে দিলে 
সে মেঘে বৃষ্টি নামে।
আর
ঠোঁটের মাঝে ডুবিয়ে দিলে ঠোঁট, 
প্লাবিত হয় শরীর!
ধমনীতে বিদ্যুৎ চমকায়,
বাতাস বয় বুকের মাঝে।
শিরশিরে এক অনুভূতিতে
ছেয়ে যায় সমস্ত শরীর।

©Falguni Biswas #good_night 
#lovelife
White তোমার চোখে চোখ রাখলে
বুকের ভেতরে উড়ে আসে ঝড়োমেঘ। 
তোমাকে ছুঁয়ে দিলে 
সে মেঘে বৃষ্টি নামে।
আর
ঠোঁটের মাঝে ডুবিয়ে দিলে ঠোঁট, 
প্লাবিত হয় শরীর!
ধমনীতে বিদ্যুৎ চমকায়,
বাতাস বয় বুকের মাঝে।
শিরশিরে এক অনুভূতিতে
ছেয়ে যায় সমস্ত শরীর।

©Falguni Biswas #good_night 
#lovelife