Nojoto: Largest Storytelling Platform

জীবেই শিবের বাস শ্রাবণ মাস বাবার মাস অগণিত ভক্ত ত

জীবেই শিবের বাস

শ্রাবণ মাস বাবার মাস অগণিত ভক্ত
তারকেশ্বর যাত্রা করে নাঙ্গা পায়ে রক্ত।
12 নম্বর রোড ধরে যত নর-নারী
বাঁক কাঁধে ছুটে চলে বাবাকে দিতে বারি।
নানান সাজে সজ্জিত সব কাপড় গামছা ধাগা
ঘনঘন বলে শুধু ভোলে বাবা পার করেগা।
সমস্ত মাস ভিড়ের ঠেলায় ওঠা মুশকিল ট্রেনে
ভক্তের গুঁতোয় ঘায়েল ব্যথা লাগে প্রাণে।
শিব আসলে জীবের মধ্যেই বলেছেন ঠাকুর
আর্তপীড়িত কে জলদান  তারকেশ্বর বহুদূর।
প্রয়োজন আছে বৈকি দেবতার মন্দির
চঞ্চল চিত্ত মোদের সাকারে হয় স্থির।
কখনো যেন ভুলিনা করতে স্ব-অধ্যয়ণ
শ্রেষ্ঠ সংস্কৃতির দেশ এটা সদা রাখি স্মরণ। Rahul Starrs তোর তোলা ছবিটা দিলাম ।



#সংস্কৃতি 
#বাংলালেখা 
#yqdada
জীবেই শিবের বাস

শ্রাবণ মাস বাবার মাস অগণিত ভক্ত
তারকেশ্বর যাত্রা করে নাঙ্গা পায়ে রক্ত।
12 নম্বর রোড ধরে যত নর-নারী
বাঁক কাঁধে ছুটে চলে বাবাকে দিতে বারি।
নানান সাজে সজ্জিত সব কাপড় গামছা ধাগা
ঘনঘন বলে শুধু ভোলে বাবা পার করেগা।
সমস্ত মাস ভিড়ের ঠেলায় ওঠা মুশকিল ট্রেনে
ভক্তের গুঁতোয় ঘায়েল ব্যথা লাগে প্রাণে।
শিব আসলে জীবের মধ্যেই বলেছেন ঠাকুর
আর্তপীড়িত কে জলদান  তারকেশ্বর বহুদূর।
প্রয়োজন আছে বৈকি দেবতার মন্দির
চঞ্চল চিত্ত মোদের সাকারে হয় স্থির।
কখনো যেন ভুলিনা করতে স্ব-অধ্যয়ণ
শ্রেষ্ঠ সংস্কৃতির দেশ এটা সদা রাখি স্মরণ। Rahul Starrs তোর তোলা ছবিটা দিলাম ।



#সংস্কৃতি 
#বাংলালেখা 
#yqdada

Rahul Starrs তোর তোলা ছবিটা দিলাম । #সংস্কৃতি #বাংলালেখা #yqdada