Nojoto: Largest Storytelling Platform

White বিচারের প্রহসন °°°°′°°°′°°°°°°°′°′°°°° হা

White   বিচারের প্রহসন 
°°°°′°°°′°°°°°°°′°′°°°°
হায়!এ কোন দেশের নারী আমরা ভীত, শঙ্কিত সর্বক্ষণ 
প্রতিপদে হচ্ছি লালসার শিকার চোখের লেহনে অথবা ধর্ষনে 
তারপরেও নেই রেহাই, মানসিক বিকৃত পশুগুলো 
নিষ্ঠুর হাতে যৌনঙ্গে পুরে দেয় লোহার রড 
জিভ কেটে, শিরদাঁড়া ভেঙে দেয় কবর জীবন্ত কন্যার।
কিছুদিনের চর্চায় চর্চিত হয় খবর, মৃত আত্মা কাঁদে নীরব বিচারে।
প্রশাসন বন্দী, রাজনৈতিক নেতাদের হুমকির হাতে 
রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুঁড়িতে ধর্ষক মুচকি হাসে,
সুবিচারের আশায় নিপীড়িত পরিবার ঘোরে প্রশাসনের দ্বারে দ্বারে।
ধর্মজ্ঞানিরা বলেন আছে ভূত, আছে ভগবান 
কেন বাঁচান না তবে ঈশ্বর তার আর্তনাদী সন্তানেরে?
ভূত,  অশরীরী, পিশাচিনি আঁচড়িয়ে খুবলিয়ে মারো নরকীটটারে।
দুদিনের মোমবাতি মিছিল, প্ল্যাকার্ড হাতে গনপ্রতিবাদে 
বছরের পর বছর হচ্ছে বিচার বিচারের আদালতে।

অপরাধীকে দিক জনতার হাতে, হোক আর্জি এ মানবতার কাছে 
তবেই হবে এর দৃষ্টান্তমূলক শাস্তি, হোক উদাহরণ বারে বারে 
সময় নেবে হয়তো কিছু, তবু নিশ্চিহ্ন হবে নিপীড়ন বারে বারে।
কবিগুরুর কথা আজ হানছে আঘাত মনের গোপন অন্ধকারে
""``কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীত হারা, অমাবস্যার কারা। ""

©Suvra Ghosh #sad_shayari  sad quotes status for sad  sad poetry  sad quotes
White   বিচারের প্রহসন 
°°°°′°°°′°°°°°°°′°′°°°°
হায়!এ কোন দেশের নারী আমরা ভীত, শঙ্কিত সর্বক্ষণ 
প্রতিপদে হচ্ছি লালসার শিকার চোখের লেহনে অথবা ধর্ষনে 
তারপরেও নেই রেহাই, মানসিক বিকৃত পশুগুলো 
নিষ্ঠুর হাতে যৌনঙ্গে পুরে দেয় লোহার রড 
জিভ কেটে, শিরদাঁড়া ভেঙে দেয় কবর জীবন্ত কন্যার।
কিছুদিনের চর্চায় চর্চিত হয় খবর, মৃত আত্মা কাঁদে নীরব বিচারে।
প্রশাসন বন্দী, রাজনৈতিক নেতাদের হুমকির হাতে 
রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুঁড়িতে ধর্ষক মুচকি হাসে,
সুবিচারের আশায় নিপীড়িত পরিবার ঘোরে প্রশাসনের দ্বারে দ্বারে।
ধর্মজ্ঞানিরা বলেন আছে ভূত, আছে ভগবান 
কেন বাঁচান না তবে ঈশ্বর তার আর্তনাদী সন্তানেরে?
ভূত,  অশরীরী, পিশাচিনি আঁচড়িয়ে খুবলিয়ে মারো নরকীটটারে।
দুদিনের মোমবাতি মিছিল, প্ল্যাকার্ড হাতে গনপ্রতিবাদে 
বছরের পর বছর হচ্ছে বিচার বিচারের আদালতে।

অপরাধীকে দিক জনতার হাতে, হোক আর্জি এ মানবতার কাছে 
তবেই হবে এর দৃষ্টান্তমূলক শাস্তি, হোক উদাহরণ বারে বারে 
সময় নেবে হয়তো কিছু, তবু নিশ্চিহ্ন হবে নিপীড়ন বারে বারে।
কবিগুরুর কথা আজ হানছে আঘাত মনের গোপন অন্ধকারে
""``কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীত হারা, অমাবস্যার কারা। ""

©Suvra Ghosh #sad_shayari  sad quotes status for sad  sad poetry  sad quotes
suvraghosh6995

Suvra Ghosh

New Creator