Nojoto: Largest Storytelling Platform

White প্রতিবছর জুলাই মাসের চতুর্থ রবিবার পালন করা

White প্রতিবছর জুলাই মাসের চতুর্থ রবিবার পালন করা হয় জাতীয় পিতা-মাতা দিবস। এই বছর এই দিনটি পালন করা হবে ২৮ জুলাই।একজন সন্তানের জীবনে যে মানুষ দুটির সব থেকে বেশি ভূমিকা থাকে, তাঁরা হলেন বাবা-মা। সন্তানদের বড় করে তোলার জন্য যে ত্যাগ স্বীকার করেন বাবা-মা, তা অন্য কেউ করতে পারবেন না। বাবা মা নিঃস্বার্থ ভালোবাসাই সন্তানকে বড় করে তোলে। জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জের জন্য সন্তানকে তৈরি করেন পিতা-মাতা আর বাবা-মায়ের এই অবদানকে স্মরণ করার জন্যই পালন করা হয় জাতীয় পিতা-মাতা দিবস।

©PARTHA
  #love_shayari #Happy_Parents_Day #maa #baba #Love