Nojoto: Largest Storytelling Platform

কনকাঞ্চলী দিলাম মায়ের আঁচলে, তারপর একবারও তাকাইন


কনকাঞ্চলী দিলাম মায়ের আঁচলে, তারপর একবারও তাকাইনি পিছু ফিরে
শুনেছি আমার থেকেও মা কেঁদেছিল অনেক বেশি
ফুল দিয়ে সাজানো গাড়িতে উঠে বসলাম, শ্বশুরবাড়ি অনেক দূরে।
নাহ্ পুরো রাস্তা কাঁদিনি, আধঘন্টা চল্লিশ মিনিট পর 
বন্ধ হয়ে গেছিল কান্না
রেল গেটের সামনে গাড়িটা আটকা পড়েছিলো অনেকটা সময়
তারপর যখন পৌঁছলাম, নতুন বৌ দেখার কৌতুহল 
চন্দনের সাজ মুছে গেছিলো প্রায় ‌।
অচেনা অজানা একটা পরিবেশে এসে পড়লাম
আস্তে হাসবো না জোরে এটা বুঝতে বুঝতেই লেগেছিল কয়েকমাস
বাচ্চা আমার ভীষন প্রিয়, এখানে তেমনি একটা মেয়ে পেলাম।
ও সেই সকালে বেরিয়ে ফেরে অনেকটা রাতে
দিদিভাইয়ের সাথে হাতে হাতে কাজ করেও সময় কাটেনা মোটে
ও আধো আধো সুরে ছোতোমা বলে ডাকে খুব ভাব হয় আমার সাথে।
এখন ও অনেকটাই বড় হয়েছে পড়ছে কলেজে
দু একটা বিয়ের সম্বন্ধও আসছে, বাড়িতে আপত্তি নেই কারো
কিন্তু মা ডাকের আগে শুনেছি ছোটমা,বুকটা আমার ফাঁকা ফাঁকা লাগছে যে! #মনকেমন 
#মায়ের_ভালবাসা 
#মিস্টি_মেয়ে 
#রাতের_ডাইরি 
#yqdada

কনকাঞ্চলী দিলাম মায়ের আঁচলে, তারপর একবারও তাকাইনি পিছু ফিরে
শুনেছি আমার থেকেও মা কেঁদেছিল অনেক বেশি
ফুল দিয়ে সাজানো গাড়িতে উঠে বসলাম, শ্বশুরবাড়ি অনেক দূরে।
নাহ্ পুরো রাস্তা কাঁদিনি, আধঘন্টা চল্লিশ মিনিট পর 
বন্ধ হয়ে গেছিল কান্না
রেল গেটের সামনে গাড়িটা আটকা পড়েছিলো অনেকটা সময়
তারপর যখন পৌঁছলাম, নতুন বৌ দেখার কৌতুহল 
চন্দনের সাজ মুছে গেছিলো প্রায় ‌।
অচেনা অজানা একটা পরিবেশে এসে পড়লাম
আস্তে হাসবো না জোরে এটা বুঝতে বুঝতেই লেগেছিল কয়েকমাস
বাচ্চা আমার ভীষন প্রিয়, এখানে তেমনি একটা মেয়ে পেলাম।
ও সেই সকালে বেরিয়ে ফেরে অনেকটা রাতে
দিদিভাইয়ের সাথে হাতে হাতে কাজ করেও সময় কাটেনা মোটে
ও আধো আধো সুরে ছোতোমা বলে ডাকে খুব ভাব হয় আমার সাথে।
এখন ও অনেকটাই বড় হয়েছে পড়ছে কলেজে
দু একটা বিয়ের সম্বন্ধও আসছে, বাড়িতে আপত্তি নেই কারো
কিন্তু মা ডাকের আগে শুনেছি ছোটমা,বুকটা আমার ফাঁকা ফাঁকা লাগছে যে! #মনকেমন 
#মায়ের_ভালবাসা 
#মিস্টি_মেয়ে 
#রাতের_ডাইরি 
#yqdada

#মনকেমন #মায়ের_ভালবাসা #মিস্টি_মেয়ে #রাতের_ডাইরি #yqdada