Nojoto: Largest Storytelling Platform

হস্তাক্ষরহীন মুঠোতে রাখা নেই আজ কোনো কল্পনা, আমাদ

হস্তাক্ষরহীন মুঠোতে রাখা নেই আজ কোনো কল্পনা, 
আমাদের শহরের বুকে বৃষ্টি নামবে বোধহয় ,
নীলচে আবেদন,  ফিরবে কি কোনোদিন !

পরিচিত তোমার চিত্রে আঙুলের ছোঁয়া,
অপরাহ্নবেলা দেখতে পাই তোমায় জানলা তে,
তোমার বিনুনি বেয়ে কেটে গেছে অনেক প্রহর,
হাতের চিহ্নে মরছে কত কত অপেক্ষা !

ঝড়ে যাওয়া সময় বিদ্রুপ করে ওঠে ।
সবটা জুড়ে যন্ত্রনা যেন আঁকড়ে ধরেছে,
আমি ভেঙে ভেঙে নিজেকে গেঁথেছি ,
কিন্তু আজও কেমন যেন টলমলে আমার তাসের ঘর .....

তুমি কি কোনোদিন জানোনি ?
আমার এ জন্মের মাঝে কখনোই মুখস্থ হয়নি–
তোমার বিদায় সংলাপ ! বিদায় সংলাপ। 
•
দেবলীনা 🌹❣️🌹
Suparna Das
Doyel Paul
DEBARATI BHATTACHARYA ... 🍁🍁
অনেক অনেক ধন্যবাদ রইলো,
এভাবে মনে রাখার জন্য .... 🙏
হস্তাক্ষরহীন মুঠোতে রাখা নেই আজ কোনো কল্পনা, 
আমাদের শহরের বুকে বৃষ্টি নামবে বোধহয় ,
নীলচে আবেদন,  ফিরবে কি কোনোদিন !

পরিচিত তোমার চিত্রে আঙুলের ছোঁয়া,
অপরাহ্নবেলা দেখতে পাই তোমায় জানলা তে,
তোমার বিনুনি বেয়ে কেটে গেছে অনেক প্রহর,
হাতের চিহ্নে মরছে কত কত অপেক্ষা !

ঝড়ে যাওয়া সময় বিদ্রুপ করে ওঠে ।
সবটা জুড়ে যন্ত্রনা যেন আঁকড়ে ধরেছে,
আমি ভেঙে ভেঙে নিজেকে গেঁথেছি ,
কিন্তু আজও কেমন যেন টলমলে আমার তাসের ঘর .....

তুমি কি কোনোদিন জানোনি ?
আমার এ জন্মের মাঝে কখনোই মুখস্থ হয়নি–
তোমার বিদায় সংলাপ ! বিদায় সংলাপ। 
•
দেবলীনা 🌹❣️🌹
Suparna Das
Doyel Paul
DEBARATI BHATTACHARYA ... 🍁🍁
অনেক অনেক ধন্যবাদ রইলো,
এভাবে মনে রাখার জন্য .... 🙏
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator