Nojoto: Largest Storytelling Platform

মনের মন্দির মাঝে মধুর মুরলী বাজে

মনের মন্দির মাঝে
                  মধুর মুরলী বাজে
শ্যাম আছে চোখের তারায়;
কালো মেঘে বিজলীর ছটা
                    কেকা রবের ঘনঘটা
মধু কুঞ্জে যাবে আজি রাই।
শ্বাশুড়ি ননদী জাগে
              কুলের কলঙ্ক লাগে
আপনাকে বাঁধিতে নাহি পারে;
মেঘের বরণ শাড়ি
             কাঁকেতে লয়ে গাগরি
বিনোদিনী চলে অভিসারে।
পরানে পরান বাঁধা
             যেথা শ্যাম সেথা রাধা
যুগল মূরতি দর্শন;
পুরুষের কোলে প্রকৃতি
              অপ্রাকৃত লীলা পীড়িতি
প্রার্থনা যুগল চরণ। অন্তর ডায়েরি আজ আবার নতুন ধরনের  কোলাব নিয়ে হাজির হলো।

🔴আজকের শব্দ "বিনোদিনী রাই"এই শব্দটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনাদের মনের মত কিছু কথা।।

🔵নিয়ম_১)"বিনোদিনী রাই"শব্দটা লেখার মধ্যে থাকতেই হবে।
২) লেখার মধ্যে বিপরীতার্থক শব্দ ব্যবহার করতে হবে, যেমন_ভালো-মন্দ, আসা যাওয়া, এরকম কিছু শব্দ আপনাদের মনের মত ব্যবহার করতে হবে।
৩)লেখাটা ৪_৮ লাইনের মধ্যে হতে হবে।
৪) সঠিক নিয়ম অনুযায়ী না লিখলে লেখা নির্বাচন করা যাবে না।।
মনের মন্দির মাঝে
                  মধুর মুরলী বাজে
শ্যাম আছে চোখের তারায়;
কালো মেঘে বিজলীর ছটা
                    কেকা রবের ঘনঘটা
মধু কুঞ্জে যাবে আজি রাই।
শ্বাশুড়ি ননদী জাগে
              কুলের কলঙ্ক লাগে
আপনাকে বাঁধিতে নাহি পারে;
মেঘের বরণ শাড়ি
             কাঁকেতে লয়ে গাগরি
বিনোদিনী চলে অভিসারে।
পরানে পরান বাঁধা
             যেথা শ্যাম সেথা রাধা
যুগল মূরতি দর্শন;
পুরুষের কোলে প্রকৃতি
              অপ্রাকৃত লীলা পীড়িতি
প্রার্থনা যুগল চরণ। অন্তর ডায়েরি আজ আবার নতুন ধরনের  কোলাব নিয়ে হাজির হলো।

🔴আজকের শব্দ "বিনোদিনী রাই"এই শব্দটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনাদের মনের মত কিছু কথা।।

🔵নিয়ম_১)"বিনোদিনী রাই"শব্দটা লেখার মধ্যে থাকতেই হবে।
২) লেখার মধ্যে বিপরীতার্থক শব্দ ব্যবহার করতে হবে, যেমন_ভালো-মন্দ, আসা যাওয়া, এরকম কিছু শব্দ আপনাদের মনের মত ব্যবহার করতে হবে।
৩)লেখাটা ৪_৮ লাইনের মধ্যে হতে হবে।
৪) সঠিক নিয়ম অনুযায়ী না লিখলে লেখা নির্বাচন করা যাবে না।।